এইবেলা, কমলগঞ্জ, ২৮ মে :: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নে সাধনপুর আব্দুল আজিজ উচ্চ বিদ্যালয় ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্বোধন কুলাউড়া উপজেলা চেয়ারম্যান আসম কামরুল ইসলাম। ২৭ মে শুক্রবার বিকাল তিনটায় হরিচক সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে হাজীপুর ইউনিয়নের নব নির্বাচিত চেয়ারম্যান আব্দুল বাছিত আয়োজনে এই উদ্বোধনী অনুষ্ঠান হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও হাজীপুর ইউনিয়নের নব নির্বাচিত চেয়ারম্যান আব্দুল বাছিত সভাপতিত্ব ও অত্র বিদ্যালয়য়ের প্রধান শিক্ষক নুরুজ্জামান জাঙ্গীর এর পরিচালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, কুলাউড়া উপজেলা চেয়ারম্যান আ,স,ম, কামরুল ইসলাম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সাবেক হাজীপুর ইউনিয়নের চেয়ারম্যান মবশ্বির আলী। এ ছাড়াও উপস্থিত ছিলেন, সাবেক শিক্ষক মনজ কান্ত দাস, বিআরডিবির ভাইছ চেয়ারম্যান সাইফুল ইসলাম, অত্র এলাকার সমাজ সেবক আব্দুল গফুর, সাবেক শিক্ষক মনোয়ার আলম প্রমুখ। আরও এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।#