সরকারি কর্মকর্তা কর্মচারী জনগণের সেবক : জেলা প্রশাসক সরকারি কর্মকর্তা কর্মচারী জনগণের সেবক : জেলা প্রশাসক – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৯:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
আত্রাইয়ে প্রাণিসম্পদ প্রদর্শনী ও আলোচনা সভা কুড়িগ্রামে লোকসংগীত ও পথ নাটক অনুষ্ঠিত কমলগঞ্জে শতভূজা বাসন্তী পূজা সমাপ্ত কমলগঞ্জে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন কুলাউড়ায় সাংবাদিকদের সাথে ভাইস চেয়ারম্যান প্রার্থী মইনুল ইসলাম সবুজের মতবিনিময় কুলাউড়ায় প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উপলক্ষে প্রদর্শনী বড়লেখায় প্রাণিসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধন ও প্রদর্শনী বড়লেখায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ বড়লেখায় আমেরিকা প্রবাসী বিএনপি নেতাকে সংবর্ধনা ও ঈদ পুনর্মিলনী কুলাউড়ায় গণমাধ্যমকর্মীদের সাথে ভাইস চেয়ারম্যান প্রার্থী রাজু’র মতবিনিময়

সরকারি কর্মকর্তা কর্মচারী জনগণের সেবক : জেলা প্রশাসক

  • বৃহস্পতিবার, ১১ আগস্ট, ২০২২

ওসমানীনগর(সিলেট)প্রতিনিধি :: সিলেটের জেলা প্রশাসক মো. মজিবুর রহমান বলেছেন, সরকারি কর্মকর্তা কর্মচারী জনগণের সেবক এই কথা মাথায় রেখে মানুষকে সেবা দিতে হবে। সরকারি অফিস যেন জনগণ নিজের অফিস মনে করতে পারে সে দিকে খেয়াল রাখতে হবে। আমাদের এখন কোথায় যেতে হবে সেই টার্গেট রয়েছে, সেটি ফিলাপ করতে হবে। বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার লক্ষে সবাইকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করে যেতে হবে।

বৃহস্পতিবার (১১ আগস্ট) দুপুর দুইটায় উপজেলা পরিষদ মিলনায়তনে ওসমানীনগর উপজেলার বিভিন্ন বিভাগীয় কর্মকর্তা জনপ্রতিনিধিদের সাথে উপজেলার উন্নয়ন কর্মকান্ডের বাস্তবায়ন অগ্রগতি নিয়ে মতবিনিময় সভায় তিনি উপরোক্ত কথা গুলো বলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা নীলিমা রায়হানার সভাপতিত্বে মতবিনিময় সভায়, বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান ময়নুল হক চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আতাউর রহমান, সাধারণ সম্পাদক আফজালুর রহমান চৌধুরী নাজলু, সহ-সভাপতি আবদাল মিয়া, উমরপুর ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়া. দয়ামীর ইউপি চেয়ারম্যান এইচটি এম ফখর উদ্দিন, উছমানপুর ইউপি চেয়ারম্যান ওলিউর রহমান বদরুল, প্রেসক্লাবের সাবেক সভাপতি জুবেল আহমদ সেকেল, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোজাহারুল ইসলাম, এলজিইডি প্রকৌশলী এমএম আব্দুল্লাহ আল মামুন, কৃষি কর্মকর্তা সুমন মিয়া, প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মমতাজ বেগম, পল্লী বিদ্যুতের ডিজিএম মো. মুজিবুর রহমান চৌধূরী, সমাজসেবা কর্মকর্তা জয়তী দত্ত ও ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা কর্মকর্তা দিলিপময় দাশ চৌধুরী। মতবিনিময় সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান গয়াছ মিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান মুসলিমা আক্তার চৌধুরী, জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার যারীন তাছনিম তাসিন, ওসমানীনগর থানার ওসি(তদন্ত) মাছুদুল আমীন গোয়ালাবাজার ইউপি চেয়ারম্যান পীর মজনু মিয়া, তাজপুর ইউপি চেয়ারম্যান অরুনোদয় পাল ঝলক, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা স্বপন কুমার চক্রবর্তী, নিবর্মাচন কর্মকর্তা আবু লায়েছ মো. দুলাল, তথ্য সেবা কর্মকর্তা রুহানী আক্তার, দারিদ্র বিমোচন কর্মকর্তা শফিকুল ইসলাম, যুবউন্নয়ন কর্মকর্তা আব্দুর মজিদ, সাংবদিক জয়নাল আবেদীন, ফজলু মিয়া সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ।

মতবিনিময় সভা শেষে জেলা প্রশাসক উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা ভূমি অফিস পরিদর্শণ করেন।

জেলা প্রশাসক ওসমানীনগর উপজেলা পরিষদ প্রাঙ্গনে এসেই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পার্ঘ অর্পণ করেন। এর আগে জেলা প্রশাসক মো. মজিবুর রহমান দুপুরে দয়ামীর সদরুননেছা উচ্চ বিদ্যালয় ও এসওএস শিশু পল্লী পরিদর্শণ করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews