এইবেলা, সিলেট, ১০ জুন :
হাঁটুতে ব্যথা নিয়ে সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি হয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর বিশেষ দূত হুসেইন মুহম্মদ এরশাদ। তাই সুনামগঞ্জ সফর বাতিল করা হয়েছে।
মঙ্গলবার রাতে তাকে হাসপাতালে ভর্তি করা হয় বলে সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেছেন এইচ এম এরশাদের প্রেস সচিব সুনীল শুভ রায়।
তিনি বলেন, ‘হঠাৎ করেই গতকাল সন্ধ্যার পর থেকে স্যারের হাঁটুতে ব্যথা অনুভব হয়। পরে তাকে সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।’
এদিকে দলের চেয়ারম্যান অসুস্থ হয়ে পড়ায় আজকের সুনামগঞ্জ জেলা জাতীয় পার্টির সম্মেলন স্থগিত করা হয়েছে। কারণ এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল এরশাদের।
সিঙ্গাপুরে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করান ৮৫ বছর বয়স্ক এরশাদ। তবে এর আগে ২০১৩ সালের শেষ দিকে এরশাদকে মাসখানেক সম্মিলিত সামরিক হাসপাতালে থাকতে হয়েছিল। পরবর্তীতে জানা যায়, রাজনৈতিক কারণেই তাকে সেখানে থাকতে হয়েছে।
রিপোর্ট-সুনামগঞ্জ প্রতিনিধি, সম্পাদনা-সেলিম আহমেদ
Related posts:
কুলাউড়ার “মাওলানা শিহাব উদ্দিন নিজামী” জেলার শ্রেষ্ট ইমাম নির্বাচিত
কমলগঞ্জের হাজী মো: উস্তওয়ার বালিকা উচ্চ বিদ্যালয়ে সুশীল সমাজের সাথে মতবিনিময়
সরকার কৃষি ক্ষেত্রে অধিক গুরুত্ব দিচ্ছে : আব্দুস শহীদ এমপি
কুলাউড়ায় জহিরুল ইসলামের “স্মৃতিতে দার্জিলিং” গ্রন্থের মোড়ক উন্মোচন
কমলগঞ্জ উপজেলার শ্রেষ্ঠ সহকারী শিক্ষক রুহুল আমীন