
ঝটিকা অভিযানে মেয়র আরিফ : দোকান রেখে হকারদের পলায়ন
তারিখ : ফেব্রু ০৫, ২০১৯
অনলাইন ডেস্ক,এইবেলা ০৫ ফেব্রুয়ারি ::
সিলেট নগরীতের ঝটিকা অভিযান চালিয়েছেন সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী।
আজ মঙ্গলবার বিকলে ৪টা ১০ মিনিটে হঠাৎ করে ঝটিকা অভিযান করেন মেয়র আরিফ। নগরীর জেলা পরিষদের সামনে থেকে ক্বীন ব্রীজ পর্যন্ত ঝটিকা এ অভিযানে নামেন সিটি মেয়র আরিফ।
এসময় হকাররা তাদের মালামালসহ ভাসমান দোকান রেখে দ্রুত পলায়ন করেন। পরে মেয়র আরিফ ক্বীন ব্রীজ থেকে ফিরে কোর্ট পয়েন্ট হয়ে জিন্দাবাজার পয়েন্ট পর্যন্ত ঘন্টা ব্যাপি হকার উচ্ছেদ ঝটিকা এ অভিযান পরিচালনা করেন।
এসময় বন্দর থেকে জিন্দাবাজার পয়েন্ট পর্যন্ত বিভিন্ন মার্কেটের সামনে থাকা দোকান ও হকারদের উচ্ছেদে করেন। ফুটপাতে ফেলে যাওয়া হকারদের মালামাল গাড়িতে করে তুলে নেয়া হয়।