এইবেলা, কুলাউড়া, ০২ ডিসেম্বর ::
কুলাউড়া পৌর শহরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ২টি প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার ০২ ডিসেম্বর জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আল-আমিনের নেতৃত্বে অভিযানে সহযোগিতা করেন কুলাউড়া থানার পুলিশ ফোর্স।
অভিযানকালে দক্ষিণ বাজারে অবস্থিত বনফুল এন্ড কোংকে ১০ হাজার টাকা, মৌলভীবাজার রোডে অবস্থিত বেঙ্গল ফুডকে ৫ হাজার টাকাসহ মোট ১৫ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়।
বাণিজ্য মন্ত্রনালয়াধীন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আল-আমিন জানান, অভিযানে মেয়াদ উত্তীর্ণ বাসি পঁচা ফাস্ট ফুড জাতীয় খাদ্য দ্রব্য বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণ করার অপরাধে এসকল জরিমানা করা হয়েছে।
Related posts:
হাকালুকি হাওরের প্রাকৃতিক জলজ বন ধ্বংসের পায়তারায় লিপ্ত একটি সংঘবদ্ধচক্র
কুলাউড়ায় চতুর্থ ধাপে নির্বাচনে ৬ ইউপির নির্বাচিতদের শপথ গ্রহণ
ওসমানীনগরের এসিল্যান্ড তানভীর সিনিয়র সহকারী সচিব পদে পদোন্নতি লাভ
কমলগঞ্জে আদমপুর ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ত্রাণ বিতরণে ইউপি সদস্যদের স্বজনপ্রীতির অভিযোগ
ঘাতক বাবা বাছির শিশু তুহিনকে হত্যার দায় স্বীকার করেছে