এইবেলা, মৌলভীবাজার, ১৪ নভেম্বর:: মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা থেকে ৩২ বোতল ফেনসিডিলসহ সাজু মিয়া (২৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
শনিবার (১৪ নভেম্বর) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়। সাজু মিয়া উপজেলার সিন্দুরখাঁন ইউনিয়নের কান্জু বন গ্রামের আব্দুল মিয়ার ছেলে।
শ্রীমঙ্গল থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সাহেদা খাতুন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ভোরে সিন্দুরখাঁন এলাকায় অভিযান চালিয়ে ৩২ বোতল ফেনসিডিলসহ সাজুকে আটক করে পুলিশ।
আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।