বড়লেখায় ইউপি ছাত্রলীগ কমিটিতে ছাত্রদল শিবিরকর্মীদের অর্ন্তভুক্ত করার অভিযোগ বড়লেখায় ইউপি ছাত্রলীগ কমিটিতে ছাত্রদল শিবিরকর্মীদের অর্ন্তভুক্ত করার অভিযোগ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ০৬:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে বাল্যবিবাহ ও শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সংলাপ অনুষ্ঠিত কমলগঞ্জে বিনা ধান-২৫ এর পরীক্ষামূলক চাষাবাদে বাম্পার ফলন কমলগঞ্জে গলায় ফাঁস দিয়ে চা শ্রমিকের আত্মহত্যা কুলাউড়া ইউনিয়ন ওয়াটসান কমিটির ওয়াশ বিষয়ক ওরিয়েন্টেশন কুড়িগ্রামে সাপের কামড়ে প্রাণ গেলো কৃষকের   রাজারহাটে বাল্য বিবাহ বন্ধে লোকসংগীত ও পথ নাটক কুলাউড়া পৌরসভার ২য় মেধাবৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ বৃহত্তর সিলেট জেলা অনলাইন প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত কুলাউড়ায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু নিহত ওসি মোস্তাফিজের স্মৃতিতে নির্মিত গোলঘর ‘প্রেরণা’র উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী শফিক চৌধুরী এমপি

বড়লেখায় ইউপি ছাত্রলীগ কমিটিতে ছাত্রদল শিবিরকর্মীদের অর্ন্তভুক্ত করার অভিযোগ

  • শনিবার, ১৩ জুন, ২০২০

এইবেলা, বড়লেখা ::

বড়লেখার দক্ষিণভাগ উত্তর (কাঠালতলী) ইউপি ছাত্রলীগের কমিটিতে বিএনপি-জামায়াত পরিবারের এবং ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতা-কর্মীদের অর্ন্তভুক্ত করার অভিযোগ উঠেছে। কমিটি ঘোষণার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করছেন।

০৮ জুন নবগঠিত ২৪ সদস্যের এ কমিটির অনুমোদন দিয়েছে উপজেলা ছাত্রলীগ। বিএনপি-জামায়াত পরিবারের ও ছাত্রদলের পদবীধারী নিয়ে ইউনিয়ন ছাত্রলীগের কমিটি গঠন করায় ঘোষিত কমিটির ৭ নেতা শনিবার উপজেলা ছাত্রলীগের সভাপতি ইমরান আহমদ ও সাধারণ সম্পাদক জুনেদ আহমদের নিকট লিখিত অভিযোগ দিয়েছেন। এর অনুলিপি কেন্দ্রিয়, জেলা ছাত্রলীগের সভাপতি-সম্পাদক ছাড়াও পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী শাহাব উদ্দিন এমপির নিকট প্রেরণ করা হয়েছে।

অভিযোগকারী নেতৃবৃন্দ হলেন-নবঘোষিত কমিটির সহ-সভাপতি কাওছার আহমদ ও ওমর শরীফ, যুগ্ম সাধারণ সম্পাদক জুবায়ের আহমদ, সাংগঠনিক সম্পাদক কামরান হোসেন, প্রচার সম্পাদক কাওছার আহমদ, উপ-প্রচার সম্পাদক কামরুল ইসলাম, শিক্ষা ও পাঠচক্র সম্পাদক আলী শিপলু।

অভিযোগ সুত্রে জানা গেছে, গত ৮ জুন উপজেলা ছাত্রলীগ ১ বছর মেয়াদী দক্ষিণভাগ উত্তর (কাঠালতলী) ইউনিয়ন ছাত্রলীগের ২৪ সদস্যের কমিটি অনুমোদন দিয়ে তা প্রকাশ করে। অভিযোগকারী ৭ ছাত্রলীগ নেতা জানান, এ কমিটির দপ্তর সম্পাদক পদপ্রাপ্ত জাকির হোসেন ইউনিয়ন ছাত্রদলের বর্তমান সমাজসেবা সম্পাদক ও স্কুল ছাত্রদলের সাবেক সহ-সভাপতি। সহ-সভাপতি ইউসূফ রুম্মানের বাবা ইউনিয়ন বিএনপির সদস্য। সাংগঠনিক সম্পাদক নুরুল হক রিপনের বাবা ইউপির ৪নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি। যুগ্ম সম্পাদক রাহিম আহমদ রাহি ইসলামী ছাত্রশিবিরের সাবেক কর্মী। তাহার চাচা নাজিম উদ্দিন ইউনিয়ন ছাত্রশিবিরের সাবেক সভাপতি ও আরেক চাচা ছাত্রদলের সাবেক সভাপতি। সহ-সভাপতি মুরাদ আহমদের ভাই ছাত্রদলের সক্রিয় কর্মী।

উপজেলা ছাত্রলীগের সভাপতি ইমরান আহমদ ও সাধারণ সম্পাদক জুনেদ আহমদ জানান, এব্যাপারে সাংগঠনিক নিয়ম অনুযায়ী তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।#

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews