কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ১০:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রেসক্লাব কুলাউড়ার সভাপতির মায়ের মাগফিরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল কুলাউড়ায় এশিয়া আর্সেনিক নেটওয়ার্কের “সেইফ ওয়াটার ক্যাম্পেইন “ কুলাউড়ায় ভারতীয় বিএসএফ’র গুলিতে নিহত পারভেজের লাশ হস্তান্তর কুলাউড়ায় নিহত নৈশ প্রহরীর পরিবারকে সহায়তা প্রদান ৮ বছরেও সংস্কার হয়নি বন্যায় বিধ্বস্ত ফুলবাড়ি বন্যা নিয়ন্ত্রণ বেড়ি বাঁধ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ত্যাগের রাজনীতি করে গেছেন : প্রতিমন্ত্রী শফিক চৌধুরী  রাজনগরে চিনি বোঝাই ট্রাক আটকিয়ে চাঁদাবাজি, থানায় মামলা শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় ম্যাচ খেলবেন না তানজিম সাকিবের কুলাউড়ায় সীমান্তে বিএসএফ’র গুলিতে নিহত ১, আহত ১ বড়লেখায় নানা আয়োজনে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী পালন

কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

  • রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২০

এইবেলা, কুলাউড়া ::

কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির বার্ষিক সাধারণ সভা সমিতির কার্যালয়ে ১৯ সেপ্টেম্বর শনিবার রাতে সমিতির সভাপতি বদরুজ্জামান সজলের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

সাধারণ সম্পাদক মইনুল ইসলাম শামীমের পরিচালনায় অনুষ্ঠিত সভায় শোক প্রস্তাব পাঠ করেন সমিতির সিনিয়র যুগ্ম সম্পাদক আব্দুল মুহিত বাবলু।

২০১৯-২০ অর্থ বৎসরের আয়-ব্যয়ের হিসাব উপস্থাপন করেন কোষাধ্যক্ষ মোঃ বদরুল ইসলাম, সাধারণ সম্পাদকের রিপোর্ট উপস্থাপন করেন মোঃ মইনুল ইসলাম শামীম।

৩টি রির্পোটের উপর আলোচনায় অংশ নেন সমিতির সাবেক সিনিয়র সহ সভাপতি নুরুল ইসলাম, ব্যবসায়ী ময়নুল হক বকুল, সফিক মিয়া আফিয়ান, আমিনুল ইসলাম, দিলীপ ঘোষ, খোকন রানা, আব্দুল মুনিম ডেনি প্রমুখ।

ব্যাপক আলোচনার পর শোক প্রস্তাব, সাধারণ সম্পাদকের রিপোর্ট ও আয়-ব্যয়ের হিসাব গৃহীত হয়। সভার আলোচ্যসূচি অনুযায়ী বর্তমান কোভিট-১৯ এর কারণে সৃষ্ট পরিস্থিতি ও সমিতির কার্যকরী কমিটির মেয়াদ উত্তীর্ণ হওয়া প্রসঙ্গে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়।

আলোচনায় অংশগ্রহণ করে ব্যবসায়ী ও কার্যকরী কমিটির সদস্যগণ এই মর্মে অভিমত প্রকাশ করেন যে, যেহেতু অন্যান্য সকল নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, এমনকি পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনেরও প্রস্তুতি সরকার গ্রহণ করছেন এমতাবস্থায় কার্যকরী কমিটির মেয়াদ অতিক্রান্ত হওয়ায় সমিতির ধারাবাহিকতা রক্ষা ও সমিতি পরিচালনায় প্রয়োজনীয় অর্থের সংকুলান করতে নির্বাচন অনুষ্ঠানের প্রয়োজন রয়েছে। স্বাস্থ্যবিধি মেনে নির্বাচন আয়োজনের জন্য কার্যকরী কমিটিকে দায়িত্ব দেয়া হয়। সেই লক্ষে কার্যকরী কমিটি নির্বাচন পরিচালনা কমিটি গঠন, সদস্য তালিকা প্রনয়ন ও সদস্য পরিচয়পত্র প্রদানের কাজ সম্পাদন করবেন।

সভায় কার্যকরী কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক ছাড়াও সহ-সভাপতিদ্বয় হাজী রফিক মিয়া ফাতু, মাওলানা আব্দুল ওয়াহিদ, যুগ্মসম্পাদক দয় আব্দুল মুহিত বাবলু, আতিকুর রহমান আখই, কোষাধ্যক্ষ মোঃ বদরুল ইসলাম, দপ্তর সম্পাদক হারুনুর রশীদ ভুইয়া, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক নাজমুল বারী সোহেল, ১নং ওয়ার্ড সম্পাদক নজরুল ইসলাম, ৩নং ওয়ার্ড সম্পাদক এম হাজির আলী, ৪নং ওয়ার্ড সম্পাদক মোঃ গউছ মিয়া, ৬নং ওয়ার্ড সম্পাদক আব্দুল্লাহ আল মনি, ওয়ার্ড সদস্য এইচডি রুবেল, রিংকু বর্ধন, অশোক চন্দ, ইমন মিয়া, মারুফ আহমদ জালাল, কামাল আহমদ, শেখ আছকর আলী, আব্দুল মান্নান, হায়দর আলী, এনামুল হক, নজরুল ইসলাস সোনা প্রমুখ উপস্থিত থেকে সাধারণ সভায় উপস্থিত হওয়ার জন্য ব্যবসায়ীবৃন্দকে ধন্যবাদ জানান। সভায় বিপুল সংখ্যক ব্যবসায়ী অংশগ্রহন করেন।#

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews