বড়লেখায় যুবককে কুপিয়ে হত্যার চেষ্টা : হামলাকারী গ্রেফতার বড়লেখায় যুবককে কুপিয়ে হত্যার চেষ্টা : হামলাকারী গ্রেফতার – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০৮:০৬ অপরাহ্ন
শিরোনাম :
সোনাহাট স্থলবন্দরে ভুটানের রাজাকে গার্ড অব অনার প্রদান বড়লেখায় হামলার ঘটনা ধামাচাপা দিতে বাদীপক্ষের বিরুদ্ধে আসামির কাউন্টার মামলা ওসমানীনগরের নতুন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মঈনুল আহসান ওসমানীনগরের নতুন ইউএনও অনুপমা দাস যেকোন সময় বন্ধ হয়ে যেতে পারে সুরমা মেইল ‘চলে একদিন অন্তর অন্তর’ কুলাউড়ায় নিখোঁজের ২দিন পর গৃহবধুর লাশ উদ্ধার : স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক আত্রাইয়ে পহেলা বৈশাখ উদযাপনে প্রস্তুতি সভা কমলগঞ্জে সরকারি যাকাত ফান্ডে যাকাত সংগ্রহ সংক্রান্ত মতবিনিময় কমলগঞ্জে চা শ্রমিক নারীর লাশ সৎকার থেকে উদ্ধার করে ময়নাতদন্তে  স্পেনের বার্সেলোনায় বিজনেস অ্যাসোসিয়েশনের ইফতার সম্পন্ন

বড়লেখায় যুবককে কুপিয়ে হত্যার চেষ্টা : হামলাকারী গ্রেফতার

  • মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২০

এইবেলা, বড়লেখা প্রতিনিধি ::

বড়লেখায় পূর্বশত্র“তার জেরে শামসুজ্জামান নামক ব্যক্তি এমাদ আহমদ চৌধুরী নামক যুবককে দা দিয়ে উপর্যুপরি কুপিয়ে গুরুতর আহত করেছে। শনিবার রাতে উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের সুনাই নতুন বাজারে এ ঘটনা ঘটে। আহত এমাদ আহমদ চৌধুরী বিয়ানীবাজারের মুড়িয়া ইউনিয়নের নওয়াগ্রামের মৃত মুক্তিযোদ্ধা টুনু মিয়ার ছেলে। শাহবাজপুর তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাকারী শামসুজ্জামানকে গ্রেফতার করেছে। সে বিয়ানীবাজার উপজেলার নয়াগ্রামের মৃত ফরিজ আলীর ছেলে। এব্যাপারে আহত যুবকের চাচাতো ভাই আব্দুল হক বড়লেখা থানায় মামলা করেন। রোববার পুলিশ হামলাকারী শামসুজ্জামানকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেছে।

জানা গেছে, শনিবার রাতে বড়লেখার উত্তর শাহবাজপুর ইউনিয়নের সুনাই নতুন বাজারে এমাদ আহমদ চৌধুরী পিয়াজী দোকানে চানা-পিয়াজু খাওয়ার সময় হঠাৎ নওয়াগ্রামের শামসুজ্জামান ধারালো দা দিয়ে এলোপাতাড়ি ভাবে কোপাতে থাকে৷ দায়ের কোপে এমাদের মাথা ও মুখে মারাত্মক জখম হয়। প্রত্যক্ষদর্শীরা তাকে উদ্ধার করে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপেক্সে নিয়ে যান। অবস্থা গুরুতর হওয়ার রাতেই তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

এদিকে ঘটনার খবর পেয়ে শাহবাজপুর তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক এসআই রতন কুমার হালদারের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থল থেকে আসামী শামসুজ্জামানকে গ্রেফতার করে।

আহত এমাদের ভাই রাহাত আহমদ চৌধুরী জানান, পূর্ব শত্র“তার জের ধরে খুন করার উদ্দেশ্যে শামসুজ্জামান এমাদকে ধারালো দা দিয়ে কোপাতে থাকে। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে বিয়ানীবাজার হাসপাতালে ভর্তি করেন। পরে ওসমানীতে স্থানান্তর করা হয়েছে। তার অবস্থা আশংকাজনক।

শাহবাজপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইন্সপেক্টর মো. মোশাররফ হোসেন জানান, ঘটনার খবর পেয়েই পুলিশ হামলাকারী শামসুজ্জামানকে গ্রেফতার করেছে। রোববার আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।#

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews