কুলাউড়ায় গৃহহীনদের জন্য নির্মিত ১১০টি নতুন ঘর হস্তান্তরের অপেক্ষায় কুলাউড়ায় গৃহহীনদের জন্য নির্মিত ১১০টি নতুন ঘর হস্তান্তরের অপেক্ষায় – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০২:২১ অপরাহ্ন
শিরোনাম :
উপজেলা পরিষদ নির্বাচন : কুলাউড়ায় চেয়ারম্যান পদে আ’লীগের ৩ শীর্ষনেতা বোরো ধানের সোনালী শীষে দুলছে কৃষকের স্বপ্ন বড়লেখায় যুব ফোরামের অর্ন্তভূক্তিকরণ সভা রাজারহাটে শিশুদের প্রতি সহিংসতা বন্ধে স্থানীয় স্টেক হোল্ডারদের সাথে সংলাপ ওসমানীনগরে বিদ্যুৎপৃষ্টে স্যানেটারী মিস্ত্রির মৃত্যু বড়লেখায় গণশুনানি : গ্রাহক হয়রানীর দায়ে পল্লীবিদ্যুত আজিমগঞ্জ কেন্দ্রের ইনচার্জকে বদলির নির্দেশ কমলগঞ্জে শমশেরনগরে রেললাইনের পাশে অবৈধ পশুর হাট কমলগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে চেয়ারম্যান প্রার্থী অধ্যাপক রফিকুর রহমানের সমর্থনে মতবিনিময় কুলাউড়ায় সাংবাদিকদের সাথে মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী নেহার বেগমের মতবিনিময় বড়লেখায় প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির ঈদ পুর্নমিলনী

কুলাউড়ায় গৃহহীনদের জন্য নির্মিত ১১০টি নতুন ঘর হস্তান্তরের অপেক্ষায়

  • বৃহস্পতিবার, ২১ জানুয়ারী, ২০২১

সাইদুল হাসান সিপন ;::

ঘর নির্মাণ কাজ শেষ। রং করা হয়েছে। সবকিছু প্রস্তুত। কেবল ঘরে উঠবেন মালিকরা। মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় ১১০ জন ভূমিহীন ও হতদরিদ্র মানুষ পাবে মুজিব বর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর বিশেষ অনুদানে নির্মিত ঘর।

কুলাউড়া ইউএনও অফিস সুত্রে জানা যায়, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী ‘মুজিব বষর্’ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কুলাউড়া উপজেলায় প্রথম পর্যায়ে ১১০ জন হতদরিদ্র মানুষকে নতুন ঘর উপহার দিচ্ছেন। উপজেলার ১৩টি ইউনিয়নে খাস জমিতে এসব ঘর নির্মাণ করা হয়েছে। যেসব ইউনিয়নে হতদরিদ্রের জন্য ঘর নির্মাণ করা হয়েছে সেগুলো হলো- শরীফপুর ইউনিয়নে ৩০ টি, পৃথিমপাশা ইউনিয়নে ৩০টি, রাউৎগাঁও ইউনিয়নে ১২টি, ব্রাহ্মণবাজার ইউনিয়নের লংলা খাসে ১১টি, হাজীপুর ইউনিয়নের রনচাপে ৮টি, জয়চন্ডী ইউনিয়নে ৫টি, কর্মধা ইউনিয়নে ৫টি, টিলাগাঁও ইউনিয়নের ডরিতাজপুরে ৪টি, ভাটেরা ইউনিয়নে ৪টি ঘর নির্মাণ করা হয়েছে।

স্থানীয় লোকজন জানান, প্রতিদিন ঘরগুলো দেখতে স্থানীয় লোকজন বিকেল বেলায় ভীড় করে। সরকারে এধরনের উদ্যোগ সাধারণ মানুষ খুব খুশি। সরকার কতটা আন্তরিক হলে সর্বস্বহারা মানুষকে গৃহ নির্মাণ করে দেয়- এসব কথা এখন মানুষের মুখে মুখে।

কুলাউড়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. শিমুল আলী জানান, ঘরগুলোর নির্মাণকাজ ইতোমধ্যে শেষ পর্যায়ে। মাননীয় প্রধানমন্ত্রীর আনুষ্ঠানিক উদ্বোধনের আগেই হতদরিদ্র মানুষের হাতে ঘরগুলোর মালিকানা দলিল হস্তান্তর করা হবে।

কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার এটিএম ফরহাদ চৌধুরী জানান, অতি অল্প সময়ে ঘরগুলোর নির্মাণ কাজ শেষ হলেও, ঘরগুলো অত্যন্ত মানসম্পন্ন হয়েছে। আগামী ২৩ জানুয়ারি মাননীয় প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে ঘরগুলোর উদ্বোধন করবেন। কারা ঘর পাবেন? সেই তালিকাও চুড়ান্ত করে ঘরগুলো নির্মাণ করা হয়েছে।#

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews