খুলেনি মাধবকুন্ড হতাশ পর্যটক ও ব্যবসায়ীরা খুলেনি মাধবকুন্ড হতাশ পর্যটক ও ব্যবসায়ীরা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
আত্রাইয়ে প্রাণিসম্পদ প্রদর্শনী ও আলোচনা সভা কুড়িগ্রামে লোকসংগীত ও পথ নাটক অনুষ্ঠিত কমলগঞ্জে শতভূজা বাসন্তী পূজা সমাপ্ত কমলগঞ্জে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন কুলাউড়ায় সাংবাদিকদের সাথে ভাইস চেয়ারম্যান প্রার্থী মইনুল ইসলাম সবুজের মতবিনিময় কুলাউড়ায় প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উপলক্ষে প্রদর্শনী বড়লেখায় প্রাণিসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধন ও প্রদর্শনী বড়লেখায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ বড়লেখায় আমেরিকা প্রবাসী বিএনপি নেতাকে সংবর্ধনা ও ঈদ পুনর্মিলনী কুলাউড়ায় গণমাধ্যমকর্মীদের সাথে ভাইস চেয়ারম্যান প্রার্থী রাজু’র মতবিনিময়

খুলেনি মাধবকুন্ড হতাশ পর্যটক ও ব্যবসায়ীরা

  • বৃহস্পতিবার, ১৯ আগস্ট, ২০২১

আব্দুর রব, এইবেলা :: করোনা সংক্রমণ প্রতিরোধে কঠোর নিষেধাজ্ঞার কারণে প্রায় ৫ মাস বন্ধ থাকার পর শর্তসাপেক্ষে বৃহস্পতিবার দেশের বিভিন্ন পর্যটন কেন্দ্র খুলে দেওয়া হয়েছে। কিন্ত খুলে দেওয়া হয়নি দেশের দ্বিতীয় বৃহত্তম ইকোপার্ক ও অন্যতম পিকনিক স্পট মাধবকুন্ড জলপ্রপাত। এদিন সকাল থেকে ইকোপার্কের প্রধান ফটকে দেশের বিভিন্ন অঞ্চল থেকে ছুটে আসা পর্যটকরা ভিড় জমাতে থাকেন। দীর্ঘ অপেক্ষার পরও বন বিভাগ ফটক খুলে না দেওয়ায় অবশেষে হতাশ হয়েই ফিরে গেলেন সহস্রাধিক পর্যটক। তবে কেউ কেউ পাহাড়ি চোরাই পথে ঝুঁকি নিয়ে জলপ্রপাতের সৌন্দর্য উপভোগ করেছে। বনবিভাগের স্থানীয় রেঞ্জ কর্মকর্তা শেখর রঞ্জন দাস জানালেন মাধবকুন্ড ইকোপার্ক খুলে দেওয়ার কোনো নির্দেশনা পাননি।

জানা গেছে, করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউ নিয়ন্ত্রণে গত ১ এপ্রিল মাধবকুন্ড ইকোপার্ক জলপ্রপাত ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করে বনবিভাগ। বৃহস্পতিবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ শর্তসাপেক্ষে দেশের বিভিন্ন বিনোদন কেন্দ্র খুলে দেওয়ার ঘোষণা দেয়ায় মাধবকুন্ড জলপ্রপাতেও ভিড় জমান দূরদুরান্তের পর্যটকরা। সৌন্দর্য পিপাসুরা সকাল থেকেই ইকোপার্কের প্রধান ফটকে জড়ো হতে থাকেন। কিন্ত ফটক বন্ধ থাকায় অবশেষে আগতরা নিরাশ হয়ে ফিরে গেছেন।

সরেজমিনে মাধবকুন্ড ইকোপার্কের প্রধান ফটক তালাবদ্ধ থাকতে ও সম্মুখে বিভিন্ন স্থান থেকে আগত পর্যটকদের ভেতরে প্রবেশের অপেক্ষা করতে দেখা যায়। কিন্তু পর্যটন পুলিশ ও বনবিভাগের দায়িত্বরতরা কাউকেই ভেতরে যেতে দেয়নি। সকাল থেকে বিকেল পর্যন্ত অপেক্ষা করে প্রবেশ করতে না পারায় নিরাশ হয়ে তারা ফিরে যান। সিলেট, গোলাপগঞ্জ ও মৌলভীবাজার থেকে আগত মিজানুর রহমান, আরিফ হোসেন প্রকাশ পাল, ঢাকা সাভারের বিভিন্ন মাদ্রাসা থেকে আগত শিক্ষার্থীরা জানান, গণমাধ্যমে দেশের পর্যটন কেন্দ্রগুলো খুলে দেওয়ার খবর শূনে আমরা অনেক দূর থেকে মাধবকুন্ডে আসি। কিন্তু ইকোপার্কের প্রধান গেট দিয়ে আমাদের ঢুকতে দেওয়া হয়নি। অনেকক্ষণ অপেক্ষা করেও তাদের প্রত্যাশা পুরণ হয়নি। পরে কয়েকজন চোরাই পাহাড়ি ঝুঁকিপূর্ণ পথ বেয়ে উপরে উঠে ঝরনা দেখেছি। মাধবকুন্ড পর্যটক সহায়ক ও উন্নয়ন কমিটির সাধারণ সম্পাদক কবির হোসেন জানান, প্রায় ৫ মাস পর দেশের পর্যটন কেন্দ্রগুলো খুলে দেওয়ার খবরে এখানকার ব্যবসায়ী ও পর্যটকদের মধ্যে প্রাণচাঞ্চল্য দেখা দেয়। কিন্ত বনবিভাগ মাধবকুন্ড ইকোপার্কটি খুলে দেয়নি। এতে সহস্রাধিক পর্যটক হতাশ হয়ে ফটক থেকে ফিরে গেছেন।

বনবিভাগের রেঞ্জ কর্মকর্তা শেখর রঞ্জন দাস জানান, ‘মাধবকুন্ড জলপ্রপাতে পর্যটকদের জন্য গেট খুলে দেওয়ার বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কোনো নির্দেশনা পাননি। তাই ফটক খুলে দেওয়া যায়নি। দীর্ঘদিন বন্ধ থাকায় জলপ্রপাত এলাকায় প্রবেশের রাস্তায়, সিড়িতে শ্যাওলা জমেছে। এগুলো পরিষ্কার-পরিচ্ছনতার কাজ চলছে। পর্যটকদের ভ্রমণের জন্য প্রস্তুত করা হয়েছে। নির্দেশনা পাওয়া গেলেই মাধবকুন্ড ইকোপার্ক খুলে দেওয়া হবে।’

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews