কুলাউড়ায় সোস্যাল কেয়ার অব নেশনের নতুন কমিটি || সভাপতি-সায়েম, সম্পাদক-শাওন কুলাউড়ায় সোস্যাল কেয়ার অব নেশনের নতুন কমিটি || সভাপতি-সায়েম, সম্পাদক-শাওন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ০২:০৮ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখা সমাজসেবা অফিসের ‘সমাজকর্মী’ সুব্রত বিশ্বাসের পরলোকগমন : শোক প্রকাশ কুলাউড়ায় সোশ্যাল ইসলামী ব্যাংকের উপশাখার উদ্বোধন জুড়ী ট্র্যাজেডি : সোনিয়ার মৃত্যুতে বেঁচে রইলো না আর কেউ কুলাউড়ায় এনার ধাক্কায় দুমড়ে মুচড়ে গেছে সিএনজি চালিত অটোরিক্সা আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত বড়লেখায় স্বাধীনতা দিবসে ২শ’ দুস্থ পরিবারে ইফতার ও খাদ্যসামগ্রী দিল বিজিবি জুড়ীতে চালঘেষা বিদ্যুৎ লাইন শেষ করে দিল একটি পরিবার, অগ্নিদগ্ধ শিশু হাসপাতালে কাতরাচ্ছে বিজিবি শ্রীমঙ্গলের পক্ষ থেকে ৩শ পরিবারের মাঝে ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ কমলগঞ্জে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত ওসমানীনগরে এক প্রবাসী ও তার পিতাকে কুপিয়ে হত্যা চেষ্টার অভিযোগ

কুলাউড়ায় সোস্যাল কেয়ার অব নেশনের নতুন কমিটি || সভাপতি-সায়েম, সম্পাদক-শাওন

  • সোমবার, ১১ অক্টোবর, ২০২১
কুলাউড়া :: সভাপতি-সায়েম, সম্পাদক-শাওন ও সাংগঠনিক-সুমন। সংগৃহীত ছবি

এইবেলা কুলাউড়া :: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার বৃহৎ সামাজিক সংগঠন সোস্যাল কেয়ার অব নেশনের নতুন কর্যকরী কমিটি প্রকাশ করা হয়েছে।  সম্প্রতি সংগঠনের প্রতিষ্ঠাকালীন সভাপতি আজিজুল ইসলাম উজ্জ্বল ও সাধারণ সম্পাদক সৈয়দ আনিসুল ইসলাম সুজনের যৌথ স্বাক্ষরিত বিজ্ঞপ্তী প্রকাশের মাধ্যমে আগামী এক বছরের (২০২১-২২) জন্য সায়েম আহমেদকে সভাপতি, তাহমিদ খাঁন শাওনকে সাধারণ সম্পাদক এবং সুমন আহমদ কে সাংগঠনিক সম্পাদক মনোনিত করে ৩৮ সদস্য বিশিষ্ট একটি নতুন কার্যকরী কমিটি ঘোষণা করেন।

নবগঠিত কমিটির অন্যান্যরা হলেন- যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান, সহ সাংগঠনিক সম্পাদক এইচ এস বিপ্লব অলিদ, প্রচার সম্পাদক আজহার মুনীম শাফিন, শিক্ষা বিষয়ক সম্পাদক সাঈদ আহমদ, ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক সাব্বির আহমদ, আপ্যায়ন বিষয়ক সম্পাদক মাছুম বিল্লাহ।

সংগঠনের পরিচালনা পর্ষদের সদস্যরা হলেন- আজিজুল ইসলাম উজ্জ্বল, সৈয়দ আনিসুল ইসলাম সুজন, সোহেল আহমদ, জামিল আহমদ চৌধুরী, খায়রুল কবির জাফর, মোহাইমিন ইসলাম চৌধুরী মাহিন ও সফি আহমদ।

সোস্যাল কেয়ার অব নেশনের নির্বাহী ও সাধারণ সদস্যরা হলেন- আবু রোম্মান চৌধুরী, আব্দুস সামাদ চৌধুরী, রুহিত রনি (পর্তুগাল), সালাউদ্দিন আল সালোক, সৈয়দ আজিজুল ইসলাম, আশিকুল ইসলাম বাবু, ফয়সল আহমদ (দুবাই), মো. মোক্তার আহমদ, ভাস্কর দে, জহরুল আমিন জাহান (আমেরিকা), শফিকুল ইসলাম আরিফ (কাতার), আব্দুল মুনীম সাজেদ (সৌদি আরব), নাহিদ আহমেদ (সৌদি আরব), মাজহারুল ইসলাম খাঁন টিপু, সৈয়দ আবীর হোসেন, অলক চন্দ, জাহিদ হাসান শিবলু, খালেদুর রহমান তানজুল, তাজুল ইসলাম তুহিন, নাহিম খাঁন (কাতার), সাবিল আরহাম খাঁন, আতিকুর রহমান আতিক, সৈয়দ সামছুল ইসলাম তানিম, মাসুদ আহমদ, সাইফুর রহমান সিদ্দিক (দুবাই), সাজ্জাদুর রহমান সাজু, সাইদুুর রহমান ও রুবেল হোসেন।

সংগঠনের প্রতিষ্ঠাকালীন সভাপতি আজিজুল ইসলাম উজ্জ্বল জানান, প্রথমে আমরা ১০ জন বন্ধু মিলে সংগঠনটি শুরু করেছিলাম। আমাদের দুই বছরের কার্যক্রম দেখে ও অনুপ্রাণিত হয়ে অনেক তরুণ সদস্য আমাদের সাথে যুক্ত হয়। নতুন সদস্য ও ধারাবাহিক নতুন নতুন নেতৃত্বে সংগঠনটির সফলতা অব্যাহত আছে অর্ধ যূগ ধরে। আশাকরি সকলের প্রচেষ্টায় এই সফলতা যূগ যূগ ধরে অব্যাহত থাকবে।

নতুন কমিটিতে সভাপতি পদে দায়িত্ব পাওয়ায় সায়েম আহমদ জানান, একটি উপজেলার সর্বমহলে প্রশংসা অর্জনকারী এমন সংগঠনের নেতৃত্ব দেয়ার দায়িত্ব পাওয়া সত্যি অনেক সৌভাগ্যের বিষয়। অতীতে সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছিলাম এবার আরও বড় দায়িত্ব পেলাম। সংগঠনের উপদেষ্টা, পরিচালনা পর্ষদ সদস্যদের দিক নির্দেশনায় এবং সকলের সমন্বয়ে সংগঠন সফলতার সাথে আরও এগিয়ে যাবে আশা করি।

উল্লেখ্য, সোস্যাল কেয়ার অব নেশন কুলাউড়া উপজেলায় অন্যতম বৃহৎ একটি সামাজিক সংগঠন দীর্ঘদিন ধরে সক্রিয়ভাবে সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছে। ২০১৩ সালের ৫ ই নভেম্বর কুলাউড়া ডিগ্রি কলেজের ২০১০ ব্যাচের ১০ জন বন্ধু মিলে সামাজিক কর্মকাণ্ড পরিচালনার লক্ষ্যে সংগঠনটি গঠনের পর থেকে পৌর শহর এবং উপজেলার অন্তর্ভুক্ত প্রতিটি ইউনিয়নে তাদের কার্যক্রম অব্যাহত চালিয়ে যাচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews