দুই যুগের সাফল্য: সিআইপি হলেন ইতালির নজরুল ইসলাম দুই যুগের সাফল্য: সিআইপি হলেন ইতালির নজরুল ইসলাম – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০৯:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
উপজেলা পরিষদ নির্বাচন : কুলাউড়ায় চেয়ারম্যান পদে আ’লীগের ৩ শীর্ষনেতা বোরো ধানের সোনালী শীষে দুলছে কৃষকের স্বপ্ন বড়লেখায় যুব ফোরামের অর্ন্তভূক্তিকরণ সভা রাজারহাটে শিশুদের প্রতি সহিংসতা বন্ধে স্থানীয় স্টেক হোল্ডারদের সাথে সংলাপ ওসমানীনগরে বিদ্যুৎপৃষ্টে স্যানেটারী মিস্ত্রির মৃত্যু বড়লেখায় গণশুনানি : গ্রাহক হয়রানীর দায়ে পল্লীবিদ্যুত আজিমগঞ্জ কেন্দ্রের ইনচার্জকে বদলির নির্দেশ কমলগঞ্জে শমশেরনগরে রেললাইনের পাশে অবৈধ পশুর হাট কমলগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে চেয়ারম্যান প্রার্থী অধ্যাপক রফিকুর রহমানের সমর্থনে মতবিনিময় কুলাউড়ায় সাংবাদিকদের সাথে মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী নেহার বেগমের মতবিনিময় বড়লেখায় প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির ঈদ পুর্নমিলনী

দুই যুগের সাফল্য: সিআইপি হলেন ইতালির নজরুল ইসলাম

  • সোমবার, ২০ ডিসেম্বর, ২০২১

 ইতালি প্রতিনিধি::

ইতালি প্রবেশের দু’বছরের মধ্যেই ব্যবসা শুরু করেন বাংলাদেশের কুমিল্লার দাউদকান্দির ছেলে নজরুল ইসলাম। ১৯৯৭ সালে রাজধানী রোমে গ্রোসারি শপ এর মাধ্যমে ব্যবসা শুরু। সেই থেকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি উদ্যমী যুবক নজরুল ইসলামকে। ইতালিতে তিনি কৃষি জমি ভাড়া নিয়ে গড়ে তোলেন বিশাল কৃষি খামার। পরে অবশ্য তিনি ওই জমি কিনে নেন। এখানে বাংলাদেশি সব ধরনের শাকসবজি ফলান তিনি। ইতালীতে বাংলাদেশিদের চাহিদা মিটিয়ে ইংল্যান্ড শহর প্রায় সবগুলো দেশে রপ্তানি করেন এসকল দেশীয় সবজি। ধীরে ধীরে ব্যবসার গন্ডি বাড়াতে থাকেন তিনি। ট্রাভেল, আবাসিক হোটেল ব্যবসা ছাড়াও পাইকারি ব্যবসায় মনোযোগী হন। বাংলাদেশের গজারিয়ায় নজরুল ইসলাম গড়ে তোলেন ইসলাম ব্রাদার্স নামে এগ্রো ফার্ম। সেখানে উৎপাদিত পণ্য বাংলাদেশের বাজার ছাড়াও বিদেশে রপ্তানি করেন তিনি। স্ত্রীর নুরুন্নাহার বেগম এবং দুই ছেলে এক মেয়ে নিয়ে সংসার করেছেন নজরুল ইসলাম।

ইতালি থেকে একমাত্র সিআইপি মনোনীত নজরুল ইসলাম তার আগামী পরিকল্পনার কথা জানিয়ে এ প্রতিনিধিকে বলেন, আমি ইতালিসহ ইউরোপের বিভিন্ন দেশে ব্যবসার সম্প্রসারণ ঘটাতে চাই এবং তাতে বাংলাদেশীদের কর্মসংস্থানের সুযোগ করে দিয়েছে চাই। যাতে করে তারা দেশের উন্নয়নে আরো বেশি রেমিটেন্স পাঠাতে পারেন।ঢাকায় আয়োজিত এক অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী একে আবদুল মোমেন এর হাত থেকে সিআরপির ক্রেস্ট গ্রহণ করেন তিনি। এই সময় বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমেদও উপস্থিত ছিলেন।#

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews