তৌহিদুর রহমানের কবিতা- “সাধু” তৌহিদুর রহমানের কবিতা- “সাধু” – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৪:৩১ অপরাহ্ন
শিরোনাম :

তৌহিদুর রহমানের কবিতা- “সাধু”

  • শনিবার, ২৫ ডিসেম্বর, ২০২১

সাধু 

তৌহিদুর রহমান 

কতো না পবিত্র ভাবি

আমরা তাদের মনে মনে;

মনে হয় তাকে পাঠিয়েছেন

সাক্ষাৎ যেন ভগবানে।

ধবধবে সাদা কাপড়,

মিষ্টি মিষ্টি কথা;

হাসি হাসি মুখে

বিচরণ করেন সর্বদা।

ব্যবহার তাদের খুবই মধুর,

ধর্মে কর্মে কাটে বেলা;

আমরাও গিলতে থাকি

তাদের সব ছলাকলা।

কতো না পবিত্র ভেবে

মনে দেই তাদের ঠাঁই;

পাপের মাঝেও কিছুটা পূণ্য

আমরাও যে করতে চাই।

বিশ্বাস ভক্তি সব‌ই চলে

মনে প্রাণে অন্তরে;

মনে হয় তিনি ছাড়া

উড়ে যাবো ছুমন্তরে।

সাধু বাবাও থাকেন বসে,

তক্কে তক্কে রাখেন চোখ;

কখন আমরা পাগল হয়ে

এনে দিবো তার সুখ।

আমাদের তো অন্ধ চোখ

সাধু বাবার প্রেমেতে;

ভালো মন্দ বিচার করা

পারিনা যে বুঝতে।

সব সাধু যে সাধু হয়না

ভন্ড হয় অনেকে;

আমরা তা মানি কে?

সাদা কাপড়, মিষ্টি কথা,

হাসি মুখ আর সরলতা;

এগুলোর আড়ালেও

থাকতে পারে কপটতা।

তাইতো বলি সাবধান হ‌ও,

বিশ্বাস এতো সহজে না;

সব সাধুই আসল হবে

না করি তা কামনা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews