ফুলবাড়ীতে বকেয়া বিল তুলতে গিয়ে হামলার শিকার বিদ্যুৎকর্মীরা ফুলবাড়ীতে বকেয়া বিল তুলতে গিয়ে হামলার শিকার বিদ্যুৎকর্মীরা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির ঈদ পুর্নমিলনী বড়লেখায় বিনাপ্রতিদ্বন্দ্বীতায় মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হলেন বিএনপি নেত্রী রাহেনা আগামী দু’দিন তাপমাত্রা আরও বাড়বে উপজেলা নির্বাচন-বড়লেখায় প্রতীক পেয়েই প্রচারণায় প্রার্থীরা আত্রাইয়ে ভূট্টার বাম্পার ফলন কৃষকের মুখে হাসির ঝিলিক কুলাউড়ায় সাংবাদিকদের সাথে চেয়ারম্যান প্রার্থী কামরুল ইসলামের মতবিনিময় কুড়িগ্রামে বাল্যবিবাহ ও শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সংলাপ অনুষ্ঠিত কমলগঞ্জে বিনা ধান-২৫ এর পরীক্ষামূলক চাষাবাদে বাম্পার ফলন কমলগঞ্জে গলায় ফাঁস দিয়ে চা শ্রমিকের আত্মহত্যা কুলাউড়া ইউনিয়ন ওয়াটসান কমিটির ওয়াশ বিষয়ক ওরিয়েন্টেশন

ফুলবাড়ীতে বকেয়া বিল তুলতে গিয়ে হামলার শিকার বিদ্যুৎকর্মীরা

  • শুক্রবার, ২৪ জুন, ২০২২
কুড়িগ্রাম প্রতিনিধি :: কুড়িগ্রামের ফুলবাড়ীতে বকেয়া বিদ্যুৎ বিল আদায় করতে গিয়ে হামলার শিকার হয়েছেন কুড়িগ্রাম-লালমনিরহাট পল্লী বিদ্যুৎ সমিতির ফুলবাড়ী জোনাল অফিসের কর্মীরা।২৩ জুন বৃহস্পতিবার দুপুরে উপজেলার বড়ভিটা বাজারে বিদ্যুৎ কর্মীদের উপর হামলার ঘটনাটি ঘটে।
হামলার ঘটনায় কুড়িগ্রাম- লালমনিরহাট পল্লী বিদ্যুৎ সমিতির ফুলবাড়ী জোনাল অফিসের সহকারী জেনারেল ম্যানেজার মোকছেদুল ইসলাম বাদী হয়ে ওইদিন বিকালে ফুলবাড়ী থানায় মামলা দায়ের করেছেন। মামলায় ৮ জনের নাম উল্লেখ করে আরও অজ্ঞাতনামা ৯/১০ জনকে আসামি করা হয়।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, ওইদিন দুপুর সাড়ে ১২ টার দিকে কুড়িগ্রাম- লালমনিরহাট পল্লী বিদ্যুৎ সমিতির ফুলবাড়ী জোনাল অফিসের সহকারী জেনারেল ম্যানেজার মোকছেদুল ইসলামের নেতৃত্বে একটি টিম বকেয়া বিদ্যুৎ বিল আদায়ের লক্ষ্যে উপজেলার বড়ভিটা বাজারে যায়। এসময় আসামি লুৎফর রহমান লিটন(৩৫) পিতাঃ জব্বার খলিফা, লিমন মিয়া পিতাঃ আবু বকর মিয়া, নুর মোহাম্মদ মিয়া (৩৮) পিতাঃ কেচুয়া মামুদ, মোজাম্মেল হক (৩৭) পিতাঃ আবু তালেব, আবুল কালাম (৪৫) পিতাঃ নুর মোহাম্মদ, জাহিদুল হক (৩৮) পিতাঃ মৃত কাশেম আলী, এরশাদুল (৩৭) পিতাঃ মোবারক আলী, আবুল কালাম (৩৮) পিতাঃ মোহাম্মদ আলী সর্ব সাং বড়ভিটা সহ অজ্ঞাতনামা স্থানীয় আরো ৯/১০ জন বকেয়া আদায় টিমের কাজে বাধা প্রদান করে।
পরবর্তীতে আসামিগণ বকেয়া আদায় টিমের সদস্যদের উপর অতর্কিত হামলা চালিয়ে টিমের সদস্যদের মারপিট করে একটি ঘরে আটকে রাখে। ঘটনাস্থল থেকে সহকারী জেনারেল ম্যানেজার বিষয়টি ডিপুটি জেনারেল ম্যানেজারকে জানালে আশপাশের অন্যান্য বকেয়া আদায় টিমের সদস্যরা গিয়ে ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে অফিসে নিয়ে আসে।
হামলার ঘটনায় আহত মিটার রিডার কাম ম্যাসেন্জার আতিকুজ্জামান (৩৪) ও লাইন শ্রমিক খায়রুল ইসলামকে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এছাড়াও হামলাকারীরা বকেয়া আদায় টিমের ব্যবহৃত কুড়িগ্রাম- ঠ-১১০০২৫ পিক আপ গাড়িটিতেও হামলা চালায় এবং গাড়িতে থাকা ২২ টি মিটার সহ ৩৩,৮০০ টাকা মূল্যের সামগ্রীর ক্ষতিসাধন করে বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

এ প্রসঙ্গে ফুলবাড়ী থানার ওসি ফজলুর রহমান জানান, ঘটনার সরেজমিনে তদন্ত করতে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। #

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews