শ্রীমঙ্গলে বিজ্ঞান শিক্ষার উন্নয়ন শীর্ষক প্রকল্প সার্বিক অবস্থান ও অগ্রগতি অবহিতকরণ সেমিনার শ্রীমঙ্গলে বিজ্ঞান শিক্ষার উন্নয়ন শীর্ষক প্রকল্প সার্বিক অবস্থান ও অগ্রগতি অবহিতকরণ সেমিনার – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ০৯:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রেসক্লাব কুলাউড়ার সভাপতির মায়ের মাগফিরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল কুলাউড়ায় এশিয়া আর্সেনিক নেটওয়ার্কের “সেইফ ওয়াটার ক্যাম্পেইন “ কুলাউড়ায় ভারতীয় বিএসএফ’র গুলিতে নিহত পারভেজের লাশ হস্তান্তর কুলাউড়ায় নিহত নৈশ প্রহরীর পরিবারকে সহায়তা প্রদান ৮ বছরেও সংস্কার হয়নি বন্যায় বিধ্বস্ত ফুলবাড়ি বন্যা নিয়ন্ত্রণ বেড়ি বাঁধ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ত্যাগের রাজনীতি করে গেছেন : প্রতিমন্ত্রী শফিক চৌধুরী  রাজনগরে চিনি বোঝাই ট্রাক আটকিয়ে চাঁদাবাজি, থানায় মামলা শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় ম্যাচ খেলবেন না তানজিম সাকিবের কুলাউড়ায় সীমান্তে বিএসএফ’র গুলিতে নিহত ১, আহত ১ বড়লেখায় নানা আয়োজনে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী পালন

শ্রীমঙ্গলে বিজ্ঞান শিক্ষার উন্নয়ন শীর্ষক প্রকল্প সার্বিক অবস্থান ও অগ্রগতি অবহিতকরণ সেমিনার

  • বুধবার, ২৩ নভেম্বর, ২০২২

সৈয়দ ছায়েদ আহমেদ, শ্রীমঙ্গল প্রতিনিধি ::

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে উপজেলা পর্যায়ে মাধ্যমিক বিদ্যালয়ের বিজ্ঞান শিক্ষার উন্নয়ন শীর্ষক (পিএসই) প্রকল্প সার্বিক অবস্থান ও অগ্রগতি অবহিতকরণ সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

 বুধবার (২৩ নভেম্বর) বিকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দীলিপ কুমার বর্ধন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলী রাজীব মাহমুদ মিঠুন।

মাল্টিপারপাস সোসিও ইকোনোমিক ডেভেলাপপমেন্ট (এমসিডা) ও বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশন(বিএফএফ) এর অর্থায়নের সেমিনারে উপস্থিত ছিলেন, মির্জাপুর ইউনিয়নের চেয়ারম্যান মো: মিছলু আহমেদ চৌধূরী, শিক্ষা কর্মকর্তা জাফর আল সাদেক, যুব উন্নয়ন কর্মকর্তা অসীম কুমার কর, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ও শিশু সুরক্ষা জোট এর আহব্বায়ক শাহেদা আক্তার,এমসিডার প্রধান নির্বাহী মো: তহিরুল ইসলাম মিলন, সাংবাদিক সৈয়দ ছায়েদ আহমেদ, বিটিএস এর প্রকল্প সমন্বয়কারী চাঁদনী রায় ও আলোয় আলো প্রকল্প আইডিয়ার প্রকল্প সমন্বয়কারী আমিনুর রহমান প্রমুখ।

সেমিনারে প্রকল্পের মুল লক্ষ্য উদ্দেশ্য হলো, বিজ্ঞান চর্চা ও অনুশীলন সুযোগ সৃষ্টির মাধ্যমে মাধ্যমিক প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের বিজ্ঞান ভীতি দুর করে বিজ্ঞানে আগ্রহ সৃষ্টি করা এবং বিজ্ঞান বিভাগে শিক্ষার্থীর সংখ্যা ক্রমান্বয়ে বৃদ্ধি করা। সুবিধা বঞ্চিত মাধ্যমিক বিদ্যালয়ে বিজ্ঞান শিক্ষা জনপ্রিয় এবং বিজ্ঞান শিক্ষার্থীও সংখ্যা ক্রমান্বয়ে বৃদ্ধি করা, শিক্ষার্থীদের পরিচালনায় প্রতিষ্ঠানের একটি টেকসই বিজ্ঞান ক্লাব গঠন ও সক্রিয়করা, শিক্ষক অভিভাবক তথা কমিউনিটিতে বিজ্ঞান বিষয়ে আগ্রহ সৃষ্টি করা।#

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews