যুব সংস্থা মৌলভীবাজারের ৬ষ্ঠ বার্ষিকীতে ইমাম  ও খতিবের সাথে নিয়ে মাদক বিরোধী আলোচনা যুব সংস্থা মৌলভীবাজারের ৬ষ্ঠ বার্ষিকীতে ইমাম  ও খতিবের সাথে নিয়ে মাদক বিরোধী আলোচনা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০৭:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
উপজেলা পরিষদ নির্বাচন : কুলাউড়ায় চেয়ারম্যান পদে আ’লীগের ৩ শীর্ষনেতা বোরো ধানের সোনালী শীষে দুলছে কৃষকের স্বপ্ন বড়লেখায় যুব ফোরামের অর্ন্তভূক্তিকরণ সভা রাজারহাটে শিশুদের প্রতি সহিংসতা বন্ধে স্থানীয় স্টেক হোল্ডারদের সাথে সংলাপ ওসমানীনগরে বিদ্যুৎপৃষ্টে স্যানেটারী মিস্ত্রির মৃত্যু বড়লেখায় গণশুনানি : গ্রাহক হয়রানীর দায়ে পল্লীবিদ্যুত আজিমগঞ্জ কেন্দ্রের ইনচার্জকে বদলির নির্দেশ কমলগঞ্জে শমশেরনগরে রেললাইনের পাশে অবৈধ পশুর হাট কমলগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে চেয়ারম্যান প্রার্থী অধ্যাপক রফিকুর রহমানের সমর্থনে মতবিনিময় কুলাউড়ায় সাংবাদিকদের সাথে মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী নেহার বেগমের মতবিনিময় বড়লেখায় প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির ঈদ পুর্নমিলনী

যুব সংস্থা মৌলভীবাজারের ৬ষ্ঠ বার্ষিকীতে ইমাম  ও খতিবের সাথে নিয়ে মাদক বিরোধী আলোচনা

  • সোমবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৩

মৌলভীবাজার প্রতিনিধি ::  মাদক ইভটিজিং ও অসামাজিক কার্যকলাপ প্রতিরোধে গঠিত মৌলভীবাজার জেলার সর্ব বৃহৎ সামাজিক সংস্থা জেলা যুব কল্যাণ সংস্থা মৌলভীবাজারের ৬ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত, (২০ ফেব্রুয়ারি ) রোজ সোমবার কুসুমবাগ রেস্টইন কনফারেন্স হল রুমে।

প্রতি বছরের ন্যায় সংস্থাটি এবারও ভিন্ন আঙ্গিকে বর্ষপূর্তি পালন করলো ইসলাম ধর্মের সার্বোচ্চ সম্মানিত ব্যক্তি ৭০ জন ইমাম ও খতিবদের নিয়ে।

উদ্দেশ্য মাদক থেকে বাচঁতে ধর্মীয় রীতিনীতির আলোকে বিভিন্ন মসজিদে বা ওয়াজ মাহফিলে জুমআর খুতবার ভাষণে মাদক দ্রব্যের ক্ষতিকর দিকগুলো কুরআন হাদিসের আলোকে উপস্থাপনা করলে,‌ মুসল্লিগণ মাদক দ্রব্য গ্রহণ না করার ব্যাপারে সজাগ থাকবে, এই জন্য মূলত এই ধরনের আলোচনা সভার আয়োজন করা হয়েছে বলেছেন সংস্থার বক্তারা।

সংস্থার পক্ষ হতে এবারের উদ্যোগ হিসেবে সদর উপজেলা ও পৌরসভার বিভিন্ন মসজিদের সম্মানিত ইমাম এবং খতিব সাহেবদেরকে অনুষ্ঠান শুরুর পূর্বে খাবার আপ্যায়ন, উপহার সামগ্রী (জুব্বা) প্রদান এবং মাদক বিরোধী আলোচনা ও দো’আর মাধ্যমে  অনুষ্ঠানটি সমাপ্ত করা হয়।

এসময়ে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বৃহত্তর সিলেট বিভাগের দ্বীনি ইসলামের খ্যাতনামা বরুণী ও ফুলতলী দুই পরিবারের বিশিষ্ট জনেরা, মাওলানা, আহমদ হাসান চৌধুরী  ফুলতলী, সহযোগী অধ্যাপক, আরবী বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। খতিব, সুপ্রিম কোর্ট মাজার  জামে মসজিদ, ঢাকা। মাওলানা সৈয়দ আতহার যাকাওয়ান, আওলাদে বরুণী,

বিশেষ মেহমান হিসেবে উপস্থিত  ছিলেন মাওলানা সামছুল ইসলাম, প্রিন্সিপাল টাউন কামিল মাদরাসা ও খতিব কোর্ট জেলা জামে মসজিদ, মাওলানা সামছুদ্দুহা, মুহতামিম দারুল উলুম টাইটেল মাদরাসা মৌলভীবাজার।

এসময়  আলোচনায় অংশগ্রহণ করেন অতিথি হিসেবে মোহাম্মদ শরিফ উদ্দিন, নির্বাহী অফিসার, সদর উপজেলা পরিষদ, আবুল কালাম, পুলিশ পরিদর্শক, সদর মডেল থানা, এস এম শোয়েব রহমান, সহকারী প্রসিকিউটর,মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর মৌলভীবাজার,

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, সংস্থার প্রতিষ্ঠাতা ও সভাপতি, আলিম উদ্দিন হালিম, যৌথ পরিচালনায় ছিলেন, সাধারণ সম্পাদক, মোঃ নুরুল হক ও যুগ্ন সম্পাদক, মোহাম্মদ আলী টিপু,

অনুষ্ঠানটি শুরুর পূর্বে পবিত্র কোরআন তেলাওয়াত করেন হাফিজ কারী মুজাম্মেল আহমদ, কেরাত পরিচালক রিসালহ, হাম-নাত পরিবেশন করেন, আন্তর্জাতিক ইসলামিক সঙ্গীত শিল্পী, কবি মুজাহিদুল ইসলাম বুলবুল।

উক্ত সভায় সংস্থার আমন্ত্রণে অংশগ্রহনকারী উল্লেখযোগ্য জামে মসজিদের মধ্যে দেওয়ানি জামে মসজিদ চৌমুহনার ইমাম, বাজার জামে মসজিদ পশ্চিম বাজারের ইমাম, ইয়াকুব উল্লাহ জামে মসজিদের ইমাম, শাহ মোস্তফা রহঃ জামে মসজিদের ইমাম, উত্তর মোলাইম ও মল্লিক সরাইল আলিম মাদরাসার প্রিন্সিপাল ও ইসলামপুর জামে মসজিদের খতিব, উলুয়াইল আলিম মাদরাসার প্রিন্সিপাল, জগন্নাথপুর পুরাতন জামে মসজিদের খতিব ও জামেয়া ইবতেদীয়া রাধা নগর মাদরাসার মুহতামিম, টি এনটি জামে মসজিদের খতিব, গোবীন্দশ্রী মহাজনবাড়ী জামে মসজিদের খতিব, পূর্ব হিলালপুর জামে মসজিদের খতিব, একাটুনা বাজার জামে মসজিদের ইমাম, দক্ষিনবালী মাজার জামে মসজিদের খতিব, উলুয়াইল পশ্চিম পাড়া জামে মসজিদের খতিব, হরিপুর জামে মসজিদের খতিব, লালাপুর জামে মসজিদের খতিব, মাস্টার বাড়ী জামে মসজিদের খতিব, উত্তরমুলাইম জামে মসজিদের খতিব, মুন্সিবাজার জামে মসজিদের খতিব, গোবিন্দ বাটি জামে মসজিদের খতিব,  ভাদগাঁও বড়কাপন নতুন  জামে মসজিদের খতিব, গিয়াসনগর বাজার জামে মসজিদের খতিব, কৃষি গবেষণা ইনিষ্টিটিউট জামে মসজিদের খতিব, ভৈরব বাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব, কদুপুর জামে মসজিদের খতিব, মোকামবাজার শাহ কালাশাহ রহঃ জামে মসজিদের খতিব,মোস্তফাপুর হাজী আলফত মিয়া জামে মসজিদের খতিব, পশ্চিম মোস্তফাপুর জামে মসজিদের খতিব।

দীঘিরপার জামে মসজিদের খতিব, পংদরাই জামে মসজিদের খতিব, জগৎসী পশ্চিম পাড়া জামে মসজিদের খতিব ও সুপার,জগৎসী লতিফিয়া দাখিল মাদরাসা, সরকার বাজার বাইতুন্নুর জামে মসজিদের খতিব, লামুয়া বাজার জামে মসজিদের খতিব,পংমদ পুর জামে মসজিদের খতিব, বেকামুড়া হযরত শাহ দরন রহঃ মাজার জামে মসজিদের খতিব, নিমারাই জামে মসজিদের খতিব ও প্রধান শিক্ষক নিমারাই হাফিজিয়া মাদরাসা, জ্যাকান্দী শাহ ইয়াকুবীয়া  জামে মসজিদের খতিব, পশ্চিম সাবিয়া জামে মসজিদের ইমাম, সাবিয়া জামে মসজিদের খতিব, দক্ষিন মোলাইম জামে মসজিদের খতিব, বলিয়ারবাগ হাফিজিয়া মাদরাসার প্রধান শিক্ষক, বলিয়ারবাগ জামে মসজিদের খতিব, হিলালপুর মসজিদের খতিব, এছাড়া আরও অনেক জামে মসজিদের খতিবরা উপস্থিত ছিলেন।

স্থায়ী কমিটির সদস্যদের মধ্য উপস্থিত ছিলেন, আব্দুল আহাদ,  কাজী রুহিন আহমদ,মাম্মদ মিয়া, আছাব আলী, কামরুল আলম চৌঃ, ওয়াহিদুজ্জামান দুলাল- (জেলার ফুটবল রেফারি) কার্যকরি পরিষদের যারা ছিলেন, সহ-সভাপতি, মোঃ ইকবাল, বাছন আহমদ,  অর্থ সম্পাদক, জাহিরুল ইসলাম নোবেল, ধর্ম বিষয়ক সম্পাদক, মো: মঈন উদ্দিন ছাদেক, ক্রীড়া সম্পাদক, মোঃ সালাউদ্দিন, গবেষণা বিষয়ক সম্পাদক, মো: আতাউর রহমান, কার্যকরী সদস্য-খালিক মিয়া ইউপি সদস্য, আলাল মিয়া, মোঃ মিলাদ আহমদ, সংস্থার  শাখা কমিটির সদস্যদের মধ্য উপস্থিত ছিলেন, সদর উপজেলা কমিটির, সভাপতি, নিজাম আহমদ, সাধারণ সম্পাদক, জুবেদ মিয়া, পৌর কমিটির সভাপতি, নাজমূল ইস আলী, সরকারি কলেজ কমিটির সাধারণ সম্পাদক, শেখ হেলাল আহমদ প্রমূখ।#

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews