কুলাউড়ায় সিলেট বিভাগীয় হিফজুল কোরআন প্রতিযোগিতার উদ্বোধন  কুলাউড়ায় সিলেট বিভাগীয় হিফজুল কোরআন প্রতিযোগিতার উদ্বোধন  – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ০১:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
প্রেসক্লাব কুলাউড়ার সভাপতির মায়ের মাগফিরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল কুলাউড়ায় এশিয়া আর্সেনিক নেটওয়ার্কের “সেইফ ওয়াটার ক্যাম্পেইন “ কুলাউড়ায় ভারতীয় বিএসএফ’র গুলিতে নিহত পারভেজের লাশ হস্তান্তর কুলাউড়ায় নিহত নৈশ প্রহরীর পরিবারকে সহায়তা প্রদান ৮ বছরেও সংস্কার হয়নি বন্যায় বিধ্বস্ত ফুলবাড়ি বন্যা নিয়ন্ত্রণ বেড়ি বাঁধ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ত্যাগের রাজনীতি করে গেছেন : প্রতিমন্ত্রী শফিক চৌধুরী  রাজনগরে চিনি বোঝাই ট্রাক আটকিয়ে চাঁদাবাজি, থানায় মামলা শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় ম্যাচ খেলবেন না তানজিম সাকিবের কুলাউড়ায় সীমান্তে বিএসএফ’র গুলিতে নিহত ১, আহত ১ বড়লেখায় নানা আয়োজনে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী পালন

কুলাউড়ায় সিলেট বিভাগীয় হিফজুল কোরআন প্রতিযোগিতার উদ্বোধন 

  • সোমবার, ৫ জুন, ২০২৩
এইবেলা, কুলাউড়া :: কুলাউড়ার ভাটেরায় হরিপুর লতিফিয়া সাত্তার-সামেলা হাফিজিয়া ইবতেদায়ী মাদরাসা এতিমখানার আয়োজনে  সিলেট বিভাগীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা-২০২৩ এর  উদ্বোধন হয়েছে।
 (০৫ জুন) সোমবার  দুপুরে মাদরাসা হল রুমে মাদরাসা পরিচালনা পরিষদের সভাপতি হাজী আব্দুস ছমেদ সিদ্দিকীর সভাপতিত্বে ও মাদরাসার প্রধান শিক্ষক মুজিবুর রহমানের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন করেন সাবেক এমপি এম এম শাহীন।
কোরআনের তাৎপর্য তুলে ধরে তিনি বলেন, ‘আল-কোরআনের শিক্ষাই আলোকিত সমাজ উপহার দিতে পারে। মহাগ্রন্থ আল-কোরআন হচ্ছে আল্লাহর পক্ষ থেকে মানবতার মুক্তিদূত বিশ্বনবী হযরত মুহাম্মদের (সা.) ওপর নাজিলকৃত সর্বশ্রেষ্ঠ মোজেজা। সমাজ-জাতি ও রাষ্ট্রে শান্তি প্রতিষ্ঠা করতে হলে কোরআনের সুমহান শিক্ষা সর্বত্র ছড়িয়ে দিতে হবে। তথ্যপ্রযুক্তির প্রসারের এই যুগে তরুণ প্রজন্মকে কোরআনমুখী করতে কোরআনভিত্তিক প্রতিযোগিতার বিকল্প নেই। এ ক্ষেত্রে  হিফজুল কোরআন প্রতিযোগিতা একটি মহতী উদ্যোগ। তিনি আরও বলেন, হযরত ছাহেব কিবলা ফুলতলী(রহঃ) এই বাংলার জমিনে পবিত্র মহাগ্রন্থ আল-কোরআনের যে খেদমত করে গেছেন তা অতুলনীয়।
বিশেষ অতিথি উপস্থিত ছিলেন মাদরাসার প্রতিষ্ঠাতা আমেরিকা প্রবাসী আব্দুল কুদ্দুস সিদ্দিকী রিপন, হিফজ বিভাগের প্রধান শিক্ষক হাফিজ হিফজুর রহমান সিদ্দিকী, বিশিষ্ট সমাজসেবক হাবিবুর রহমান টুটু, সাপ্তাহিক মানব ঠিকানার ভারপ্রাপ্ত সম্পাদক চৌধুরী আবু সাঈদ ফুয়াদ, কুলাউড়া সাংবাদিক সমিতির সভাপতি মোঃ নাজমুল ইসলাম, প্রেসক্লাব কুলাউড়ার সহ-সাংগঠনিক জসীম চৌধুরী, কুলাউড়া উপজেলা  তালামীযের সভাপতি ইসমাইল হাসান শাকিল, সাবেক ইউপি সদস্য সাইফুর রহমান সিদ্দিকী, বাহরাইন প্রবাসী নজরুল ইসলাম সিদ্দিকী, বিশিষ্ট সমাজসেবক রেজাউল করিম তারা, খছরু মিয়া সিদ্দিকী, হাবিবুর রহমান সিদ্দিকী দুদু, জামাল উদ্দীন সিদ্দিকী, সাইম উদ্দীন সিদ্দিকী, জাহেদ আহমদ সিদ্দিকী প্রমুখ।
উল্লেখ্য, হিফজুল কোরআন প্রতিযোগিতায় সিলেট বিভাগের ১৫৬  জন কোরআনে হাফেজ অংশগ্রহণ করেছেন। বিচারকের দ্বায়িত্ব পালন করছেন  ইয়াকুবিয়া হিফজুল কুরআন বোর্ড সিলেট মহানগরীর সভাপতি হাফিজ মাওলানা আব্দুল মুক্তাদির, সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা ফয়েজ আহমদ, ভাদেশ্বর হাফিজিয়া দাখিল মাদরাসা’র সিনিয়র শিক্ষক হাফিজ আশরাফ হোসাইন খান, জামেয়া লুৎফিয়া আনোয়ারুল উলূম হামিদনগর বরুণা মাদরাসা’র প্রধান শিক্ষক হাফিজ মাওলানা উবায়দুল হক প্রমূখ।#

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews