জুড়ীতে শ্রমিক হত্যাকান্ডে ৪ জনের যাবজ্জীবন কারাদণ্ড জুড়ীতে শ্রমিক হত্যাকান্ডে ৪ জনের যাবজ্জীবন কারাদণ্ড – এইবেলা
  1. admin@eibela.net : admin :
রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৫৩ পূর্বাহ্ন

জুড়ীতে শ্রমিক হত্যাকান্ডে ৪ জনের যাবজ্জীবন কারাদণ্ড

  • বৃহস্পতিবার, ৩০ নভেম্বর, ২০২৩
প্রতীকি ছবি

 

জুড়ী প্রতিনিধি  :: মৌলভীবাজারের জুড়ীতে প্রতিপক্ষের হামলায় শ্রমিক সেলিম মিয়া নিহতের মামলায় ৪ জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার (২৯ নভেম্বর ২০২৩) মৌলভীবাজার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বিচারক আলোচিত এ মামলার রায় দেন। এতে মোট ১৮ জন আসামীর মধ্যে ৪ জনের যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয় এবং অপর ১৪ আসামীদের সংশ্লিষ্টতা না পাওয়ায় তাদের মামলা হতে বেকসুর খালাস প্রদান করা হয়।

জানা যায়, ২০২১ সালের ১৫ এপ্রিল জুড়ী উপজেলা আওয়ামী লীগ নেতা অফিকুলের নেতৃত্বে স্থানীয় কিছু সন্ত্রাসী জুড়ী উপজেলার হাসনাবাদ এলাকার মাহতাব আহমদের মৎস্য খামার জোর পূর্বক দখল করতে গেলে উভয় পক্ষের শ্রমিক ও মালিকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

এতে উভয় পক্ষের ৭-৮ জন শ্রমিক গুরুতর আহত হোন।এদের মধ্যে গুরুতর আহত অফিকুল বাহিনীর শ্রমিক সেলিম মিয়াকে সিলেট ওসমানী হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানের কতব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।সেলিম মিয়া স্থানীয় রেমান মিয়ার ছেলে।

এ ঘটনায় সেলিম মিয়ার পিতা রেমান মিয়া বাদী হয়ে হাসনাবাদ গ্রামের মৃত রমুজ মিয়ার ছেলে মাহতাব মিয়া ও তার পুত্র মাজহারুল ইসলাম, মাজেদুল ইসলাম, মৃত আবুলের পুত্র আব্দুর রশিদ সহ ১৮ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করলে প্রায় তিন বছর পর কোর্ট এ হত্যাকান্ডের রায় প্রদান করেন। রায় ঘোষণার সময় আসামী মাহতাব আহমদকে কোর্টে হাজির করা হয় এবং বাকি আসামীদের মধ্যে মাহতাব আহমদের দুই ছেলে মাজহারুল ইসলাম,মাজেদুল ইসলাম ও আবুল হোসেন পলাতক থাকায় তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews