কুড়িগ্রাম প্রতিনিধি :: কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার সদরের প্রান কেন্দ্রে অবস্হিত ঐতিহ্যবাহী পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়। আর শিক্ষার বিষয়টি গুরুত্ব না দিয়ে ঐ শিক্ষা প্রতিষ্ঠানের মাঠেই বসানো হয়েছে শুপারির হাট।
ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানের মাঠ টিতে সপ্তাহে দুই দিন (শনিবার ও মঙ্গলবার) শুপারির হাট বসিয়ে বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ মারাত্মক ভাবে বিঘ্নিত করা হচ্ছে। উল্লেখিত হাটের দিন ২ টিতে শুপারি পরিবহনের জন্য স্কুলের প্রবেশ পথ ও মাঠে নছিমন, করিমন,ট্রোলী ও ভটভটিসহ বিভিন্ন ধরনের বিপজ্জনক যানবাহন যাতায়াত করে অনবরত।
যা কোমলমতি শিক্ষার্থীদের জন্য মারাত্মক হুমকির সৃষ্টি করছে। ছাত্রছাত্রীরা জানায়,হাট শেষে মাঠের পরিবেশ এতোটাই নোংরা হয় যে সেখানে খেলাধুলা করার মতো কোন পরিবেশ থাকে না। শুধু তাই নয় মাঠে হাট বসানোর কারণে সুনামধন্য ভূরুঙ্গামারী ফুটবল একাডেমির কার্যক্রমটি হাট বসানোর পর থেকে বন্ধ হয়ে গেছে। তাই দ্রুত সময়ের মধ্যে বিদ্যালয়ের মাঠ হতে শুপারির হাট উচ্ছেদ করে পূর্বের পরিবেশ ফিরে পেতে চায় ছাত্রছাত্রী, অভিভাবকগন,রাজনৈতিক ব্যক্তিবর্গ ও শুশীল সমাজ।
উপজেলা নির্বাহী অফিসার, দীপক কুমার শর্মা জানান, করোনার কারণে হাটটি স্কুল মাঠে বসানো হয়েছিলো,কিন্তু করোনার প্রকোপ থাকায় এখনো শুপারির হাটটি ঐ মাঠেই রয়েছে।#
Leave a Reply