বড়লেখায় জুয়ার আস্তানায় পুলিশী অভিযান : ৮ জুয়াড়ি আটক বড়লেখায় জুয়ার আস্তানায় পুলিশী অভিযান : ৮ জুয়াড়ি আটক – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০৬:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় জাতীয় সামাজিক সংগঠন নিসচা’র মানববন্ধন আত্রাইয়ে উপজেলা পরিদর্শণ করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার কুলাউড়ায় প্রান্তিক এলাকায় নারীদের উচ্চ শিক্ষা বিষয়ক সেমিনার- কুলাউড়ার রাউৎগাঁও ইউনিয়ন ওয়াটসান কমিটির ওয়াশ বিষয়ক ওরিয়েন্টেশন বার্সেলোনায় সীফুড এক্সপো গ্লোবালে বাংলাদেশের প্যাভিলিয়ন উদ্বোধন উপজেলা পরিষদ নির্বাচন : কুলাউড়ায় চেয়ারম্যান পদে আ’লীগের ৩ শীর্ষনেতা বোরো ধানের সোনালী শীষে দুলছে কৃষকের স্বপ্ন বড়লেখায় যুব ফোরামের অর্ন্তভূক্তিকরণ সভা রাজারহাটে শিশুদের প্রতি সহিংসতা বন্ধে স্থানীয় স্টেক হোল্ডারদের সাথে সংলাপ ওসমানীনগরে বিদ্যুৎপৃষ্টে স্যানেটারী মিস্ত্রির মৃত্যু

বড়লেখায় জুয়ার আস্তানায় পুলিশী অভিযান : ৮ জুয়াড়ি আটক

  • শনিবার, ১১ জুলাই, ২০২০

জুয়ার বোর্ড, টাকা, মোবাইলসহ জরঞ্জাম জব্দ

এইবেলা, বড়লেখা ::

বড়লেখা উপজেলার কবিরা এলাকায় কলেজ শিক্ষক আজিম উদ্দিনের বন্ধন ব্রিকফিল্ডে জুয়ার আস্তানায় শুক্রবার রাতে শাহবাজপুর তদন্ত কেন্দ্রের পুলিশ সাড়াশি অভিযান চালিয়ে ৮ পেশাদার জুয়াড়িকে আটক করেছে। এ সময় পুলিশ জুয়ার বোর্ডের ৪ হাজার ৮শ’ ৯০ টাকা, ২টি জুয়া খেলার বোর্ড, কয়েকটি মোবাইল ফোনসহ জুয়া খেলার ব্যাপক সরঞ্জাম উদ্ধার করেছে। শনিবার দুপুরে পুলিশ গ্রেফতার জুয়াড়ীদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেছে।

আটককৃত জুয়াড়ীরা হচ্ছে- উপজেলার কান্দিগ্রামের মৃত ইরমান আলীর ছেলে শাহজাহান (৫২), মৃত ইলিয়াছ আলীর ছেলে আলিম উদ্দিন (৩২), মনাফ আলীর ছেলে আইসেন (৩৩), কবিরা গ্রামের ইমাম উদ্দিনের ছেলে কামাল হোসেন (৩০), সইম আলীর ছেলে ওয়াছিম আলী (২২), মুহিবুর রহমানের ছেলে বাবুল আহমদ (৩২), ইটাউরি গ্রামের সোহাগ আহমদের ছেলে শামীম আহমদ (২৮), এবং বিয়ানীবাজার উপজেলার দক্ষিণ পাড়িয়া বহর (জলঢুপ) গ্রামের মৃত আব্দুল কাইয়ুমের ছেলে সালাহ উদ্দিন (৩৩)।

পুলিশ সূত্র জানিয়েছে, শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ খবর পায় উপজেলার কবিরা এলাকায় বন্ধন ব্রিক ফিল্ডের শ্রমিক বসবাসের ঘরে কতিপয় লোক জুয়া খেলছে। খবর পেয়েই শাহবাজপুর তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক (তদন্ত) মোশাররফ হোসেনের নেতৃত্বে একদল পুলিশ সেখানে সাড়াঁশি অভিযান চালিয়ে ৮ জুয়াড়িকে আটক করেন। এ সময় তাদের কাছ থেকে জুয়া খেলার নগদ ৪ হাজার ৮শ’ ৯০ টাকা, মোবাইল ফোন ও ২টি জুয়া খেলার বোর্ডসহ জুয়া খেলার ব্যাপক সরঞ্জাম উদ্ধার করে। স্থানীয় সুত্র জানায়, কলেজ শিক্ষক আজিম উদ্দিনের বন্ধন ব্রিকস ফিল্ডে দীর্ঘদিন ধরে বড়লেখা ও বিয়ানীবাজারের জুয়াড়িরা জুয়ার আস্তানা বসিয়ে জুয়া খেলে। প্রতিদিন রাতে বড়বড় জুয়াড়িরা জড়ো হয়ে লাখ লাখ টাকার জুয়ার দানের পাশাপাশি মাদক ব্যবসায়সহ নানা অসামাজিক কার্যকলাপ চালিয়ে আসছে।

শাহবাজপুর তদন্ত কেন্দ্রের ইনচার্জ (পুলিশ পরিদর্শক) মোহাম্মদ মোশাররফ হোসেন জানান, আটককৃত জুয়াড়িদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। শনিবার দুপুরে আদালতের মাধ্যমে তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে।#

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews