কুলাউড়ার বরমচাল ইউপি উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী টিপু চৌধুরীর মতবিনিময় কুলাউড়ার বরমচাল ইউপি উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী টিপু চৌধুরীর মতবিনিময় – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ০৫ অক্টোবর ২০২৩, ০১:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কাতারে বড়লেখার সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান এমাদুল ইসলাম সংবর্ধিত বড়লেখায় অতিরিক্ত পুলিশ সুপারের প্রতিমা কারখানা ও পুজামন্ডপ পরির্দশণ বড়লেখায় ৩ ব্যবসায়ির ২৬ হাজার টাকা জরিমানা জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতায় অদিতি দাসের রৌপ্য পদক অর্জন কমলগঞ্জে সড়ক ধারের গাছ কেটে নেয়ার অভিযোগ : গাছ কাটার সরঞ্জাম আটক সাংবিধান অনুযায়ী যথাসময়ে সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে– উপাধ্যক্ষ ড. মো: আব্দুস শহীদ এমপি কমলগঞ্জে সিএনজি অটোরিকশার ধাক্কায় আহত হয়ে মাছ বিক্রেতার মৃত্যু আত্রাইয়ে পল্লী বিদ্যুতের ভুতুড়ে বিলে দিশেহারা গ্রাহক কর্মধা স্কুলে সংবর্ধনায় প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার রাজু- কুলাউড়ার উন্নয়নে কাজ করে যাচ্ছি কুলাউড়া ইউসিসিএ নির্বাচনে চেয়ারম্যান পদে সাইফুল নির্বাচিত

কুলাউড়ার বরমচাল ইউপি উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী টিপু চৌধুরীর মতবিনিময়

  • শনিবার, ১৪ নভেম্বর, ২০২০

এইবেলা, কুলাউড়া ::

কুলাউড়া উপজেলার বরমচাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচনে নৌকা ও ধানের শীষের প্রার্থীর সাথে  প্রতিদ্বন্দ্বিতায় ঘোষণা দিলেন বরমচাল ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. খায়রুল আলম চৌধুরী টিপু।

১৩ নভেম্বর শুক্রবার রাতে  ইউনিয়নের মাধবপুর গ্রামের সাবেক মেম্বার ছালিক আহমদ গেদা’র বাড়িতে উঠান বৈঠকে জনসম্মুখে তিনি এ ঘোষণা দেন।

প্রায় ৫ শতাধিক মানুষের উপস্থিতিতে সাবেক ইউপি সদস্য মো. বাছিদুর রহমান আনারের সভাপতিত্বে এবং ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক তাজুল ইসলাম সাইকুলের সঞ্চালনায় বৈঠকে বক্তব্য দেন ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ফয়েজ উদ্দিন, ইউনিয়ন আওয়ামীলীগ নেতা ছালিক আহমেদ গেদা, ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি আব্দুল লতিফ সহ অনেকে।

স্বতন্ত্র প্রার্থী ও ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. খায়রুল আলম চৌধুরী টিপু বলেন, ‘ছাত্রলীগের রাজনীতি করেছি। দীর্ঘ ১০ বছর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছি। তোষামোদির রাজনীতি করি না। তাই দীর্ঘ ১৮ বছর ধরে আমি পদ বঞ্চিত। শুধু আমি না, এই বৈঠকে উপস্থিত অনেকেই আওয়ামীলীগের রাজনীতি করেন কিন্তু দীর্ঘদিন যাবৎ পদ বঞ্চিত। পদ ধারী নেতারা চান- আমরা গিয়ে উনাদের তেল দেই। কিন্তু আমরা কাউকে তেল দেই না, তেল নেই-ও না। মানুষের সুখে-দুঃখে পাশে ছিলাম তাই জনগনের চাপে, জনগনের সমর্থনে আমি প্রার্থীতা ঘোষণা করলাম।’

তিনি আরও বলেন, ‘আমার ফুফাতো ভাই বীর মুক্তিযোদ্ধা শহীদ সোলেমান দেশের জন্য জীবন দিয়েছেন। আমার দাদা ডাঃ আব্দুল্লাহ ছিলেন চেয়ারম্যান, চাচাতো ভাই ইছহাক চৌধুরী ইমরান ছিলেন চেয়ারম্যান। দেশ ও মানুষের সেবাই আমাদের পরিবারের মূল লক্ষ্য। আপনাদের সকলের দোয়া এবং ভালোবাসা নিয়ে ইনশাআল্লাহ ১০ ডিসেম্বর বিজয় নিয়ে ঘরে ফিরবো।’#

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews