কুলাউড়ায় সাংবাদিকদের সাথে মতবিনিময় করলেন মইনুল ইসলাম শামীম কুলাউড়ায় সাংবাদিকদের সাথে মতবিনিময় করলেন মইনুল ইসলাম শামীম – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ২৪ মার্চ ২০২৩, ০৬:১৯ পূর্বাহ্ন

কুলাউড়ায় সাংবাদিকদের সাথে মতবিনিময় করলেন মইনুল ইসলাম শামীম

  • বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২০

এইবেলা, কুলাউড়া ::

কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির নির্বাচনে সভাপতি পদপ্রার্থী ও বর্তমান সাধারণ সম্পাদক মইনুল ইসলাম শামীম সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা ও চা চক্রে মিলিত হন। ১৮ নভেম্বর সন্ধ্যায় ছামী ইয়ামী চায়নিজ বাংলা রেস্টুরেন্টে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় মইনুল ইসলাম শামীম কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির ইতিহাস তুলে ধরেন। বিগত দিনে ব্যবসায়ী কল্যাণ সমিতির বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন। ২১ নভেম্বরের  নির্বাচনে কিছু ব্যক্তি ও প্রার্থী ব্যবসায়ী কল্যাণ সমিতিতে রাজনীতিক প্রলেপ দিতে চাইছেন। তিনি এসব ব্যাপারে সাংবাদিকদের সহযোগিতা ও নির্বাচনে দিন অবাধ ও সুষ্ঠু নির্বাচনে ব্যবসায়ীদের প্রতিনিধি যাতে নির্বাচিত হন এই আহ্বান জানান।

উক্ত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন শহরের বিশিষ্ঠ ব্যবসায়ী নুরুল ইসলাম উপস্থিত ছিলেন প্রবীণ রাজনীতিবিদ ও ব্যবসায়ী গিয়াস উদ্দিনসহ বিভিন্নস্তরের ব্যবসায়ীবৃন্দ।

সাংবাদিকদের মধ্যে বক্তব্য দেন প্রেসক্লাব কুলাউড়া সভাপতি আজিজুল ইসলাম, খালেদ পারভেজ বখস ও এম মছব্বির আলী প্রমুখ।#

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫ - ২০২০
Theme Customized By BreakingNews