কুলাউড়ায় কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার ওপর গুরুত্বারোপ কুলাউড়ায় কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার ওপর গুরুত্বারোপ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩, ০৬:০৪ অপরাহ্ন

কুলাউড়ায় কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার ওপর গুরুত্বারোপ

  • রবিবার, ৬ ডিসেম্বর, ২০২০

স্থানীয় পর্যায়ে এসডিজি বাস্তবায়ন বিষয়ক কর্মশালা

এইবেলা, কুলাউড়া ::

বিদ্যালয়গুলোতে ঝরেপড়া রোধ ও মানুষকে সম্পদে পরিণত করতে কারিগরি শিক্ষার কোন বিকল্প নেই। কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান হলে সকল শ্রেণিপেশার মানুষ সন্তানরা লেখাপড়া করার সুযোগ পাবে। কুলাউড়ার মত বৃহৎ উপজেলায় কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার উপর গুরুত্বরোপ করা হয়।

০৬ ডিসেম্বর রোববার কুলাউড়া উপজেলা পরিষদ সভাকক্ষে স্থানীয় পর্যায়ে টেকসই উন্নয়ন অভীষ্ট বাস্তবায়ন বিষয়ক কর্মশালায় বক্তারা এমন অভিমত ব্যক্ত করেন।

কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার এটিএম ফরহাদ চৌধুরীর সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেরা পরিষদের চেয়ারম্যান একেএম শফি আহমদ সলমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুলাউড়া থানার অফিসার ইনচার্জ বিনয় ভূষন রায়, সহকারি কমিশনার (ভূমি) নাজরাতুন নাঈম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুরুল হক।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আনোয়ারের সঞ্চালনায় কর্মশালায় মুল প্রবন্ধ উপস্থাপন করেন সহকারি কমিশনার রফিকুল ইসলাম।

উপজেলা প্রশাসনের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সচিব, শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ও সাংবাদিকসহ ৫০ ব্যক্তি কর্মশালায় অংশগ্রহণ করেন।##

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫ - ২০২০
Theme Customized By BreakingNews