কুড়িগ্রামে স্ত্রী হত্যার দায়ে স্বামীর ফাঁসি আদেশ কুড়িগ্রামে স্ত্রী হত্যার দায়ে স্বামীর ফাঁসি আদেশ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩, ০৩:২৪ অপরাহ্ন
শিরোনাম :

কুড়িগ্রামে স্ত্রী হত্যার দায়ে স্বামীর ফাঁসি আদেশ

  • বুধবার, ৩ ফেব্রুয়ারী, ২০২১
প্রতীকি ছবি

মো. বুলবুল ইসলাম,কুড়িগ্রাম সদর :: কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী উপজেলাতে অন্তঃসত্ত্বা স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার দায়ে স্বামীর ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। আসামি রাসেল বাবু নাগেশ্বরী উপজেলার নাখারগঞ্জ এলাকার সাইফুর রহমানের ছেলে। তারা প্রেম করে বিয়ে করেছিল।

তবে ফাঁসির দন্ডপ্রাপ্ত আসামি মামলার পর থেকেই পলাতক রয়েছেন।

মামলার আইনজীবী জানান, জামিন নিয়ে আসামি পলাতক রয়েছে।

মঙ্গলবার ২ ফেব্রুয়ারি দুপুরে জেলা ও দায়রা জজ আব্দুল মান্নান এর আদালত এ রায় প্রদান করেন।

মামলার বিবরণে জানা যায়, প্রেম করে বিয়ে করার ৩ মাস পর ভুরুঙ্গামারী উপজেলার নাখারগঞ্জ এলাকার যৌতুকলোভী স্বামীর নির্যাতন সইতে না পেরে স্ত্রী পিংকি খাতুন একই উপজেলার দক্ষিন পাথরডুবি গ্রামে বাপের বাড়িতে চলে আসে। এরপর স্ত্রীকে নিজ বাড়িতে নিয়ে যেতে শ্বশুর বাড়িতে এসে অবস্থান নেয় স্বামী রাসেল বাবু। শ্বশুর বাড়িতে অবস্থানের ১০ দিনের মাথায় শ্বশুর-শ্বাশুড়ি আত্মীয়ের বাড়িতে যাওয়ার সুযোগে পিংকি খাতুনের সাথে স্বামী রাসেল বাবুর কথা কাটাকাটি শুরু হয়। এর এক পর্যায়ে গত ২০১১ সালের ২৭ মে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার পর পালিয়ে যায় ঘাতক স্বামী। এরপর মামলা হলে দীর্ঘ শুনানি শেষে মঙ্গলবার এ রায় দেন আদালত।

কুড়িগ্রামের পাবলিক প্রসিকিউটর এডভোকেট আব্রাহাম লিংকন এ রায়ের সত্যতা নিশ্চিত করে বলেন, মামলায় ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫ - ২০২০
Theme Customized By BreakingNews