কুলাউড়ায় নৌবাহিনীর ভুয়া অফিসার পরিচয়দানকারী আটক কুলাউড়ায় নৌবাহিনীর ভুয়া অফিসার পরিচয়দানকারী আটক – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩, ০৫:০০ অপরাহ্ন

কুলাউড়ায় নৌবাহিনীর ভুয়া অফিসার পরিচয়দানকারী আটক

  • শনিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২১

এইবেলা, কুলাউড়া ::

কুলাউড়া উপজেলার ভাটেরা ইউনিয়ন থেকে নৌবাহিনীর ভুয়া অফিসার পরিচয়দানকারী আব্দুল সামাদ (৩৩) কে আটক করেছে র‌্যাব ৯। আটক সামাদ ফেঞ্চুগঞ্জ থানার মাইজগ্রামের মো. আব্দুল শহীদের পুত্র। ২৭ ফেব্রুয়ারি শনিবার বিকেলে র‌্যাব তাকে কুলাউড়া থানায় হস্তান্তর করে।

র‌্যাব সূত্রে জানা যায়, র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৯ সদর কোম্পানি (সিলেট ক্যাম্প) এর একটি দল শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ নৌবাহিনীর একজন অফিসার হিসেবে পরিচয় দিয়ে প্রতারণাকারী আব্দুল সামাদকে ভাটেরা ইউনিয়নের হোসেনপুর গ্রাম থেকে আটক করে। আটককৃত আব্দুল সামাদ নিজেকে নৌবাহিনীর অফিসার পরিচয় দিয়ে প্রতারণা করতো বলে র‌্যাবের কাছে অভিযোগ ছিলো।

আটক নৌবাহিনীর ভুয়া অফিসার পরিচয়দানকারী আব্দুল সামাদের কাছ থেকে নৌবাহিনীর ভুয়া আইডিকার্ড, পাসপোর্ট ও মোবাইল ফোন জব্দ করে র‌্যাব।

র‌্যাবের অভিযানে নেতৃত্ব দেন মেজর শওকাতুল মোনায়েম ও এএসপি আফসান-আল-আলম।

আটক আব্দুল সামাদকে শনিবার বিকেলে কুলাউড়া থানায় সোপর্দ করে র‌্যাব। কুলাউড়া থানার অফিসার ইনচার্জ বিনয় রায় জানান, আটক সামাদের বিরুদ্ধে কুলাউড়া থানায় মামলা দায়ের করা হয়েছে।#

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫ - ২০২০
Theme Customized By BreakingNews