কুলাউড়ায় উদীচীর আয়োজনে বসন্ত ও লোক উৎসব উদযাপন কুলাউড়ায় উদীচীর আয়োজনে বসন্ত ও লোক উৎসব উদযাপন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩, ০৪:৩০ অপরাহ্ন
শিরোনাম :
কুলাউড়ায় নৌকার বিজয় নিশ্চিতে ঐক্যবদ্ধ থাকার আহবান জানালেন নাদেল মৌলভীবাজার-৪ আসনে দলীয় নেতা-কর্মীদের ভালোবাসায় সিক্ত হলেন উপাধ্যক্ষ আব্দুস শহীদ এমপি সিলেট-২ আসনে মনোনয়ন পাওয়ায় ওসমানীনগরে জাতীয় পার্টির আনন্দ মিছিল যুক্তরাষ্ট্র প্রবাসী বন্ধু আহাদকে নিয়ে এসএসসি ‘৯৪ ব্যাচ কুলাউড়ার আড্ডা শিক্ষাখাতে ব্যাপক অগ্রগতি অর্জন করেছে বাংলাদেশ-মৌলভীবাজার জেলা পরিষদ চেয়ারম্যান ভয়ভীতি ও প্রলোভনেও বিএনপি নেতাদের ভোটে টানা যাচ্ছে না! ফুলবাড়ীতে কৃষকদের মাঝে বোরো ধানবীজ বিতরণ মৌলভীবাজার-১ (বড়লেখা ও জুড়ী) আসনে বনমন্ত্রী শাহাব উদ্দিনের মনোনয়ন সংগ্রহ কমলগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে নাচে-গানে সাঙ্গ হলো ঐতিহ্যবাহী মণিপুরি মহারাসলীলা নির্বাচনে প্রার্থী হতে কুলাউড়া উপজেলা চেয়ারম্যানের পদত্যাগ

কুলাউড়ায় উদীচীর আয়োজনে বসন্ত ও লোক উৎসব উদযাপন

  • শুক্রবার, ১৯ মার্চ, ২০২১

এইবেলা, কুলাউড়া :::

কুলাউড়ায় উদীচী শিল্পী গোষ্ঠির আয়োজনে বসন্ত ও লোক উৎসব উদযাপন করা হয়। ১৮ মার্চ বৃহস্পতিবার বিকেলে উদীচীর সভাপ‌তি অধ্যক্ষ ফজলুল হকের সভাপ‌তি‌ত্বে ও সাধারণ সম্পাদক নির্মাল্য মিত্র সুমনের সঞ্চালনায় প্রধান অ‌তি‌থির বক্তব্য দেন কুলাউড়া উপ‌জেলা নির্বা‌হি কর্মকর্তা এ টি এম ফরহাদ চৌধুরী।

প্রধান আ‌লোচক হি‌সে‌বে বক্তব্য দেন বাংলা‌দেশ প্রগ‌তি লেখক সং‌ঘের সভাপ‌তি ক‌বি গোলাম কিব‌রিয়া পিনু। বি‌শেষ অ‌তি‌থির বক্তব্য দেন কুলাউড়া উপ‌জেলা আওয়ামীলী‌গের সভাপ‌তি র‌ফিকুল ইসলাম রেনু, কুলাউড়া পৌরসভার মেয়র অধ্যক্ষ সিপার উ‌দ্দিন আহমদ, উদীচীর কেন্দ্রীয় সহসভাপ‌তি অ্যাড. মকবুল হো‌সেন, কুলাউড়া উদীচীর সা‌বেক সভাপ‌তি খন্দকার লুৎফুর রহমান, জাস‌দের মৌলভীবাজার শাখার সাধারণ সম্পাদক মইনুল ইসলাম শামীম, কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ স‌মি‌তির সভাপ‌তি বদরুজ্জামান সজল, কুৃলাউড়া শিল্পকলার সা‌বেক সাধারণ সম্পাদক সিপার উ‌দ্দিন আহমদ, কুলাউড়া উপজেলা জাস‌দের আহ্বায়ক র‌ফিকুল ইসলাম টিপু, পৌর আওয়ামী লী‌গের সাধারণ সম্পাদক গৌরা দে, কুলাউড়া উদীচীর সহসভাপ‌তি অম‌লেন্দু চক্রবর্তী বিপুল, প্রথম আ‌লোর জু‌ড়ি প্র‌তি‌নি‌ধি কল্যাণ প্রসূণ চম্পু, লালসূর্য্য খেলাঘ‌র আস‌রের সাধারণ সম্প‌াদক জয়‌সেন দাস প্রমুখ।

অনুষ্ঠা‌নের শুরু‌তে স্বাগত বক্তব্য দেন বসন্ত উৎসব আ‌য়োজক ক‌মি‌টির আহ্বায়ক শা‌কির আহমদ ও শু‌ভেচ্ছা বক্তব্য দেন সদস্য স‌চিব অ‌নিরূদ্ধ রায় চন্দন। অনুষ্ঠানের সা‌র্বিক তত্ত্বাবধা‌নে ছি‌লেন কুলাউড়া উদীচীর যুগ্ম সাধারণ সম্পাদক কণ্ঠ‌শি‌ল্পী নান্টু দাস ও উৎসব আ‌য়োজক ক‌মি‌টির যুগ্ম আহ্বায়ক জু‌য়েল আহমদ সেবুল, দিলীপ ঘোষ, টুম্পা দাস প্রমুখ।

সাংস্কৃ‌তিক অনুষ্ঠান প‌রি‌বেশনা ক‌রে লালসূর্য খেলাঘর কুলাউড়া, দে‌লোয়ার হো‌সেন দুর্জ‌য়ের প‌রিচালনায় নৃত্যালয়, বাংলা‌দেশ উদীচী শিল্পী‌েগোষ্ঠী কুলাউড়া শাখা।#

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews