রোম সিটি নির্বাচনের ৭ প্রার্থী এক মঞ্চে: বাংলাদেশী প্রার্থীদের ভোট দেওয়ার আহ্বান রোম সিটি নির্বাচনের ৭ প্রার্থী এক মঞ্চে: বাংলাদেশী প্রার্থীদের ভোট দেওয়ার আহ্বান – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১০:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় জাতীয় সামাজিক সংগঠন নিসচা’র মানববন্ধন আত্রাইয়ে উপজেলা পরিদর্শণ করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার কুলাউড়ায় প্রান্তিক এলাকায় নারীদের উচ্চ শিক্ষা বিষয়ক সেমিনার- কুলাউড়ার রাউৎগাঁও ইউনিয়ন ওয়াটসান কমিটির ওয়াশ বিষয়ক ওরিয়েন্টেশন বার্সেলোনায় সীফুড এক্সপো গ্লোবালে বাংলাদেশের প্যাভিলিয়ন উদ্বোধন উপজেলা পরিষদ নির্বাচন : কুলাউড়ায় চেয়ারম্যান পদে আ’লীগের ৩ শীর্ষনেতা বোরো ধানের সোনালী শীষে দুলছে কৃষকের স্বপ্ন বড়লেখায় যুব ফোরামের অর্ন্তভূক্তিকরণ সভা রাজারহাটে শিশুদের প্রতি সহিংসতা বন্ধে স্থানীয় স্টেক হোল্ডারদের সাথে সংলাপ ওসমানীনগরে বিদ্যুৎপৃষ্টে স্যানেটারী মিস্ত্রির মৃত্যু

রোম সিটি নির্বাচনের ৭ প্রার্থী এক মঞ্চে: বাংলাদেশী প্রার্থীদের ভোট দেওয়ার আহ্বান

  • শনিবার, ২ অক্টোবর, ২০২১

 

নাজমুল হোসেন, ইতালি ::

শেষ মুহূর্তের প্রচারণা চালাচ্ছেন সিটি কর্পোরেশনের অক্টোবরের নির্বাচনে অংশগ্রহণকারী বাংলাদেশি ৭ প্রার্থী। রোমে আয়োজিত এক পরিচিতি সভায় এই প্রার্থীরা বাংলাদেশি প্রার্থীদের যোগ্যতা অনুসারে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে বলেছেন, তারা বাংলাদেশকে অনন্য উচ্চতায় নিয়ে যেতে চান।

সচেতন নাগরিক সমাজ আয়োজিত এই পরিচিতি সভায় এক নম্বর মিউনিসিপিওর প্রেসিডেন্ট ও কাউন্সিলর প্রার্থী কেএম লোকমান হোসেন,৫ ও ১২ মিউনিসিপিওর কাউন্সিলর প্রার্থী নারীনেত্রী লায়লা শাহ্,১২ নম্বর মিউনিসিপপিওর কাউন্সিলার প্রার্থী এমডি শহীদুল্লাহ, ১ ও ৩ নম্বর মিউনিসিপিওর কাউন্সিলর প্রার্থী এমডি আব্দুল ওয়াদুদ, কাউন্সিলর প্রার্থী ওয়াদুদ মিয়া,৫ নম্বর মিউনিসিপিওর কাউন্সিলর প্রার্থী পরিতম সাহা এবং ৭ নম্বর মিউনিসিপিও ও রোম সিটির কাউন্সিলর প্রার্থী সাংবাদিক জুমানা মাহমুদ উপস্থিত ছিলেন। এই প্রার্থী পরিচিতি সভার আয়োজক মিনহাজ হোসেনের সভাপতিত্বে এবং লাবণ্য চৌধুরীর পরিচালনায় এতে কমিউনিটির নেতা শাহ মোঃতাইফুর রহমান ছোটন, বাংলাদেশ সমিতি, ইতালির সভাপতি আফতাব বেপারী, জাতীয় অনলাইন প্রেসক্লাবের সভাপতি আফজাল হোসেন রোমান, হাসান মাহমুদ সহ আরো অনেকে বক্তব্য রাখেন।

এসময় মিডিয়া কর্মীদের মধ্যে আরো উপস্থিত ছিলেন মেহেনাস তাব্বাসুম শেলি, মালিক মন্জুর, জহুরুল হক রাজু সহআরো অনেকেই। পরিচিতি সভায় প্রার্থীরা তাদের দলের কর্মসূচি তুলে ধরে প্রবাসী বাংলাদেশিদের ভোট দেওয়ার আহ্বান জানান। বলেন, আমরা বাংলাদেশকে এই ঐতিহাসিক রোম সিটি কর্পোরেশনের নির্বাচনের মাধ্যমে এক অনন্য উচ্চতায় নিয়ে যেতে চাই।#

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews