আত্রাইয়ে কমিউনিটি পুলিশিং ডে উদযাপন আত্রাইয়ে কমিউনিটি পুলিশিং ডে উদযাপন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ০৯ জুন ২০২৩, ১০:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
জুড়ীতে শিক্ষকদের বিদায় সংবর্ধনা কুলাউড়ায় কাভার্ড ভ্যানের চাকায় পিষ্ট হয়ে একজনের মৃত্যু  জয়চন্ডীর বিজয়া বাজারে পথসভায় এমএম শাহীন : সাড়ে ৪ বছরে এমপির মুখ কয়বার দেখেছেন? বড়লেখা সীমান্তে ভারতীয় মদ উদ্ধার বড়লেখার জয়শ্রীর লোকনৃত্যে জাতীয় পর্যায়ে প্রথমস্থান অর্জন জয়চন্ডীতে নবারুণ আদর্শ বিদ্যাপীঠে সাবেক এমপি এমএম শাহীনকে সংর্বধনা প্রদান ঘাতক রজব আলীর স্বীকারোক্তি : অটোরিক্সা নিতে দা দিয়ে কুপ মেরে হত্যা করে শাহাবুদ্দিনকে জুড়ীতে ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষ : সিএনজি শ্রমিকদের সড়ক অবরোধ কুলাউড়ার মুরইছড়া সীমান্তে অবৈধ অনুপ্রবেশের দায়ে ৮ জন আটক হাজী রুস্তম আলীকে আরব আমিরাতে সংবর্ধনা প্রদান

আত্রাইয়ে কমিউনিটি পুলিশিং ডে উদযাপন

  • শনিবার, ৩০ অক্টোবর, ২০২১

নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি ::

নওগাঁর আত্রাইয়ে ‘মুজিব বর্ষের পুলিশ নীতি, জনসেবা আর সম্প্রীতি এই স্লোগানে আত্রাই থানা পুলিশের কমিউনিটি পুলিশিং ডে অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩০ অক্টোবর) বেলা ১১টার সময় আত্রাই থানা চত্বরে এ সভা অনুষ্ঠিত হয়। এর আগে পুলিশিং ডে উপলক্ষে থানা পুলিশের সদস্য ও স্থানীয় জনপ্রতিনিধিরা একটি র‌্যালী বের করেন। র‌্যালীটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে থানা চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আত্রাই থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এবাদুর রহমান প্রামানিক।

অনুষ্ঠানে অন্যান্যদের মধে, উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি চৌধুরী গোলাম মোস্তফা বাদল, উপজেলা বিশা ইউনিয়নের চেয়ারম্যান মো. মান্নান মোল্লা, শাহাগোলা ইউনিয়নের চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম বাবু, আত্রাই থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মোজাম্মেল হক কাজীসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ সময় আত্রাই থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম আজাদ বক্তব্যে বলেন, আত্রাই আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশ তৎপর রয়েছে। তবে জনগণের সহযোগিতা প্রয়োজন। এবং সামনে নির্বাচন রয়েছে এই নির্বাচনকে ঘিরে যদি কেউ অপ্রীতিকর ঘটনা ঘটার চেষ্টা করে তাহলে তার বিরুদ্ধে কঠোর হবে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।#

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫ - ২০২০
Theme Customized By BreakingNews