বড়লেখায় নির্মম খুনের শিকার নারী আইনজীবি নিয়ে রচিত ‘রঙমালার আবিদা’ গ্রন্থের মোড়ক উন্মোচন বড়লেখায় নির্মম খুনের শিকার নারী আইনজীবি নিয়ে রচিত ‘রঙমালার আবিদা’ গ্রন্থের মোড়ক উন্মোচন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ০১:৪২ অপরাহ্ন
শিরোনাম :
প্রেসক্লাব কুলাউড়ার সভাপতির মায়ের মাগফিরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল কুলাউড়ায় এশিয়া আর্সেনিক নেটওয়ার্কের “সেইফ ওয়াটার ক্যাম্পেইন “ কুলাউড়ায় ভারতীয় বিএসএফ’র গুলিতে নিহত পারভেজের লাশ হস্তান্তর কুলাউড়ায় নিহত নৈশ প্রহরীর পরিবারকে সহায়তা প্রদান ৮ বছরেও সংস্কার হয়নি বন্যায় বিধ্বস্ত ফুলবাড়ি বন্যা নিয়ন্ত্রণ বেড়ি বাঁধ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ত্যাগের রাজনীতি করে গেছেন : প্রতিমন্ত্রী শফিক চৌধুরী  রাজনগরে চিনি বোঝাই ট্রাক আটকিয়ে চাঁদাবাজি, থানায় মামলা শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় ম্যাচ খেলবেন না তানজিম সাকিবের কুলাউড়ায় সীমান্তে বিএসএফ’র গুলিতে নিহত ১, আহত ১ বড়লেখায় নানা আয়োজনে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী পালন

বড়লেখায় নির্মম খুনের শিকার নারী আইনজীবি নিয়ে রচিত ‘রঙমালার আবিদা’ গ্রন্থের মোড়ক উন্মোচন

  • বুধবার, ১৭ নভেম্বর, ২০২১

আব্দুর রব ::

বড়লেখায় পৈত্রিক বাড়িতে নির্মম খুনের শিকার তরুণ আইনজীবি আবিদা সুলতানাকে নিয়ে রচিত ‘রঙমালার আবিদা’ গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়েছে। মঙ্গলবার বিকেলে মৌলভীবাজার জেলা আইনজীবি সমিতির বারে প্রধান অতিথি হিসেবে গ্রন্থটির মোড়ক উন্মোচন করেন মৌলভীবাজার জেলা ও দায়রা জজ আল-মাহমুদ ফায়জুল কবীর। আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন গ্রন্থের রচয়িতা অ্যাডভোকেট শওকতুল ইসলাম চৌধুরী।

মৌলভীবাজার জেলা আইনজীবি সমিতি গ্রন্থটির মোড়ক উন্মোচনের অনুষ্ঠানের আয়োজন করেছে। উল্লেখ্য ‘রঙমালার আবিদা’ গ্রন্থটি লেখকের প্রকাশিত দ্বিতীয় গ্রন্থ্।

প্রধান অতিথির বক্তব্যে জেলা ও দায়রা জজ আল-মাহমুদ ফায়জুল কবীর বলেন, পেশাগত দক্ষতা অর্জনে বই পড়ার কোনো বিকল্প নেই। প্রতিটি ক্ষেত্রে সফলতা অর্জনের জন্য আমাদের সকলকে বেশি বেশি করে বই পড়তে হবে। বই পড়ার অভ্যাস গড়ে তুলতে হবে। মনে রাখতে হবে সাহিত্য চর্চা জ্ঞানের পরিধি প্রসারিত করে।

মৌলভীবাজার জেলা আইনজীবি সমিতির সাবেক সভাপতি প্রবীণ আইনজীবি আনোয়ার মাহমুদের সভাপতিত্বে ও অ্যাডভোকেট তপন লাল তপুর সঞ্চালনায় অনুষ্ঠিত মোড়ক উন্মোচনের আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মৌলভীবাজার চীফ জুডিশিয়েল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আলী আহসান চৌধুরী, সিনিয়র আইনজীবি অ্যাডভোকেট আব্দুল মোয়াইমিন চৌধুরী শেফাক আহমদ, জেলা আইনজীবি সমিতির সভাপতি আ্যডভোকেট কামরেল আহমদ চৌধুরী, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল খালিক, প্রবীণ আইনজীবি অ্যাডভোকেট শান্তিপদ ঘোষ, কামাল আহমদ চৌধুরী, জজ কোর্টের জিপি ভুপতি রঞ্জন চৌধুরী, পিপি এএসএম আজাদুর রহমান, রমাকান্ত দাশগুপ্ত প্রমুখ।

মোড়ক উন্মোচনের আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যুগ্ম জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মো. সিরাজ উদ্দিন ইকবাল, দ্বিতীয় আদালতের বিচারক মো. জিয়াদুর রহমান, সিনিয়র সহকারী জজ সরকার হাসান শাহরিয়ার, মো. রিয়াজুল কাউসার, সাহেদা আক্তার সুমী, সোহেল ভুইয়া, মুমিনুল হক, মোহাম্মদ আলমগীর, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বেগম মুমিনুন্নেছা, আব্দুল্লাহ মোহাম্মদ সালেহ, সাইফুর রহমান, মোহাম্মদ দাউস হাসান, বেগম হোসনে আরা, এম মিছবাহ উর রহমান, জেলা আইনজীবি সমিতির সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা মুজিবুর রহমান প্রমুখ।#

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews