কুলাউড়া পৌরসভার উদ্যোগে শিল্পপতি আজম জে চৌধুরীর সাথে মতবিনিময় কুলাউড়া পৌরসভার উদ্যোগে শিল্পপতি আজম জে চৌধুরীর সাথে মতবিনিময় – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ০৮:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
উপজেলা পরিষদ নির্বাচন : কুলাউড়ায় চেয়ারম্যান পদে আ’লীগের ৩ শীর্ষনেতা বোরো ধানের সোনালী শীষে দুলছে কৃষকের স্বপ্ন বড়লেখায় যুব ফোরামের অর্ন্তভূক্তিকরণ সভা রাজারহাটে শিশুদের প্রতি সহিংসতা বন্ধে স্থানীয় স্টেক হোল্ডারদের সাথে সংলাপ ওসমানীনগরে বিদ্যুৎপৃষ্টে স্যানেটারী মিস্ত্রির মৃত্যু বড়লেখায় গণশুনানি : গ্রাহক হয়রানীর দায়ে পল্লীবিদ্যুত আজিমগঞ্জ কেন্দ্রের ইনচার্জকে বদলির নির্দেশ কমলগঞ্জে শমশেরনগরে রেললাইনের পাশে অবৈধ পশুর হাট কমলগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে চেয়ারম্যান প্রার্থী অধ্যাপক রফিকুর রহমানের সমর্থনে মতবিনিময় কুলাউড়ায় সাংবাদিকদের সাথে মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী নেহার বেগমের মতবিনিময় বড়লেখায় প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির ঈদ পুর্নমিলনী

কুলাউড়া পৌরসভার উদ্যোগে শিল্পপতি আজম জে চৌধুরীর সাথে মতবিনিময়

  • বৃহস্পতিবার, ৩০ ডিসেম্বর, ২০২১

এইবেলা, কুলাউড়া ::

ক্ষমতা কিংবা টাকা আসলে খুব জরুরি নয়। জরুরি হচ্ছে উদ্যোগ গ্রহণ। কুলাউড়ায় কি কি উন্নয়ন প্রয়োজন?-সেগুলো নির্বাচিত করে উদ্যোগ নিন। প্রকল্প গ্রহণ করুন। সচিবালয় কিংবা মন্ত্রণালয় যেখানে প্রয়োজন সেখান থেকে প্রকল্পগুলো বাস্তবায়নে মেয়রের সাথে আমি কাজ করবো।

ইস্ট কোস্ট গ্রুপের চেয়ারম্যান দেশের খ্যাতিমান শিল্পপতি আজম জে চৌধুরী ৩০ ডিসেম্বর কুলাউড়া পৌরসভায় এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে কথাগুলো বলেন।

শিল্পপতি আজম জে চৌধুরী আরও বলেন, কুলাউড়া পৌরসভার এই অনুষ্ঠানে কুলাউড়ার সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন। তা থেকে প্রমাণ হয় আপনারা দলমত নির্বিশেষে কুলাউড়ার উন্নয়ন চান। এটা অত্যন্ত আনন্দের। আর আমি সত্যি এটা দেখে অনেক অনুপ্রাণিত হয়েছি।

সারা বাংলাদেশে কুলাউড়া একটি রাজনৈতিক সচেতন এলাকা হিসেবে জানে। এখানে আনেক নেতা ছিলেন, তারা যতটা উন্নয়ন করার কথা ততটা করেননি। মন্ত্রণালয়ে দেশের বিভিন্ন এলাকার মানুষ উন্নয়নের জন্য লড়াই করেন। কিন্তু কুলাউড়ার উন্নয়নে কথা বলার জন্য কেউ নেই।

স্বাধীনতা পরে বঙ্গবন্ধু কুলাউড়া হয়ে যাওয়ার সময় বলেছিলেন, আমি বাংলাদেশের স্বনামধন্য থানা হয়ে যাচ্ছি। কিন্তু এখন আর আগের সেই সুনাম নেই।

পৌরসভাসহ কুলাউড়ার উন্নয়ন করতে হলে আপনাদের ট্যাক্স দিতে হবে। ট্যাক্স না দিলে উন্নয়ন হবে না। বিশেষ করে পৌর এলাকায় সরকার একটা নির্দিষ্ট টার্গেট দেয়। সেই টার্গেট পূরণ না করলে বা আপনারা যদি ট্যাক্স না দেন তাহলে উন্নয়নের সুবিধা নিতে পারবেন না।

কুলাউড়া পৌরসভার মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কুলাউড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম রেনু, জাসদ কেন্দ্রিয় কমিটির সদস্য গিয়াস উদ্দিন, মৌলভীবাজার জেলা কমিউনিস্ট পার্টির সাবেক সভাপতি খন্দকার লুৎফুর রহমান, কুলাউড়া উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা ফজলুল হক খান সাহেদ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল, পুজা উদযাপন পরিষদের সভাপতি অরবিন্দু ঘোষ বিন্দু, উপজেলা জাসদের সভাপতি রফিকুল ইসলাম টিপু, প্রেসক্লাব কুলাউড়ার সভাপতি আজিজুল ইসলাম, প্রধান শিক্ষিকা সামছুন্নাহার, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবু গৌরা দে, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এহসান আহমদ টিপু, ছাত্রলীগের সাধারণ সম্পাদক সায়হাম রুমেল, ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আতিকুর রহমান আখই, উপজেলা সরকারি প্রধান শিক্ষক সমিতির সভাপতি আব্দুল কাইয়ুম, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আব্দুস সালাম।
সভায় স্বাগত বক্তব্য দেন কুলাউড়া পৌরসভার কাউন্সিলার জয়নাল আবেদিন বাচ্চু।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্পপতি আজম জে চৌধুরীর দু’পুত্র বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক পরিচালক তানজীম আহমদ চৌধুরী ও প্রাইম ব্যাংকের চেয়ারম্যান তানভীর আহমদ চৌধুরী।#

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews