কুলাউড়ার হাজীপুরে নবনির্বাচিত চেয়ারম্যানের দায়িত্ব গ্রহন কুলাউড়ার হাজীপুরে নবনির্বাচিত চেয়ারম্যানের দায়িত্ব গ্রহন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ০৬ জুন ২০২৩, ১১:০৪ পূর্বাহ্ন

কুলাউড়ার হাজীপুরে নবনির্বাচিত চেয়ারম্যানের দায়িত্ব গ্রহন

  • বুধবার, ১৯ জানুয়ারী, ২০২২
কুলাউড়া :: হাজীপর ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত অতিথি ও উপস্থিতির একাংশ। প্রতিনিধির পাঠানো ছবি

এইবেলা কুলাউড়া :: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের নব নির্বাচিত চেয়ারম্যানের আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহন করেছেন। বুধবার সকাল সাড়ে ১২টায় ১০নং হাজীপুর ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স চেয়ারম্যান ও সদস্যদের সমন্বয় কমিটির মাধ্যমে এ দায়িত্বভার গ্রহন করেন নব নির্বাচিত চেয়ারম্যান মাও: ওয়াদুদ বক্স।

নব নির্বাচিত চেয়ারম্যান মাও: ওয়াদুদ বক্সের সভাপতিত্বে ও যুবলীগ নেতা আব্দুল মুনিম এর পরিচালনায় প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ আওয়ামীলীগ কুলাইড়া উপজেলা শাখার সভাপতি রফিকুর রহমান রেনু। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ এ. কে. এম শফি আহমদ সলমান, নয়াবাজার কেসি উচ্চ বিদ্যালয় ও কলেজ এর সভাপতি রেজাউর রহমান, কানিহাটি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজল উদ্দিন আহমদ, আওয়ামীলীগ নেতা জমেদ আলী, সাবেক মেম্বার ফরিদ মিয়া, মাওলানা সায়েদ আহমদ, আওয়ামীলীগ নেতা আলাউদ্দিন প্রমুখ। এছাড়াএ উপস্থিত ছিলেন, ইউপি সদস্য আব্দুল মুনিম, রাজা মিয়া, গোলজার আহমদসহ সদস্য ও সদস্যাগন।

দায়িত্ব গ্রহন করে মাও: ওয়াদুদ বক্স বলেন, এলাকার উন্নয়নে সবাইকে নিয়ে একসাথে কাজ করবো। এজন্য সকলের সহযোগীতা কামনা করছেন। গত বছরের ২৮ ডিসেম্বর ইউপি নির্বাচনে আয়ামীলীগের প্রার্থী হিসাবে নৌকা প্রতিক নিয়ে চেয়ারম্যান নির্বাচিত হন। গত ১৭ জানুয়ারী মঙ্গলবার কুলাউড়া উপজেলার জেলা পরিষদ হল রুমে শপথ গ্রহন করে আনুষ্ঠানিকভাবে চেয়ারম্যানের দায়িত্ব গ্রহন করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫ - ২০২০
Theme Customized By BreakingNews