সাংবাদিক আব্দুল বাছিত খানের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে জুড়ীতে মানববন্ধন সাংবাদিক আব্দুল বাছিত খানের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে জুড়ীতে মানববন্ধন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ০২:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
কুলাউড়ায় একাধিক মামলার পলাতক আসামী শাওন পুলিশের ধরাছোঁয়ার বাইরে বড়লেখায় শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্থ ২০৭ পরিবারে প্রবাসি সংগঠনের ঢেউটিন বিতরণ কমলগঞ্জের মিরতিংগা চা বাগানে অবস্থান কর্মসূচি ও প্রতিবাদ কমলগঞ্জে কালবৈশাখী তাণ্ডবে শতাধিক বাড়িঘর বিধ্বস্ত; খোলা আকাশের নিচে অনেক পরিবার কুলাউড়ায় চা বাগান কেন্দ্রিক প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা কমলগঞ্জে মায়ের উপর অভিমান করে গলায় শাড়ি দিয়ে শিশুর আত্মহত্যা কমলগঞ্জে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক ব্যক্তির মৃত্যু বড়লেখায় জাতীয় সামাজিক সংগঠন নিসচা’র মানববন্ধন আত্রাইয়ে উপজেলা পরিদর্শণ করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার কুলাউড়ায় প্রান্তিক এলাকায় নারীদের উচ্চ শিক্ষা বিষয়ক সেমিনার-

সাংবাদিক আব্দুল বাছিত খানের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে জুড়ীতে মানববন্ধন

  • বুধবার, ১৭ আগস্ট, ২০২২
বিশেষ প্রতিনিধি::
মৌলভীবাজারের কমলগঞ্জে পেশাগত দায়িত্ব পালনকালে মোটারসাইকেল আটকিয়ে সাংবাদিক আব্দুল বাছিত খাঁনকে পূর্ব পরিকল্পিতভাবে ধারোলে অস্ত্র দিয়ে ফিল্মি স্টাইলে সন্ত্রাসীরা দিনে দুপুরে কুপিয়ে রক্তাক্ত জখম করে। প্রাণে হত্যার চেষ্টার প্রতিবাদে এবং অবিলম্বে ঘটনার মূল পরিকল্পনাকারীসহ হামলাকারী সন্ত্রাসীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মৌলভীবাজার জেলার জুড়ীতে উপজেলা সদরে কর্মরত সাংবাদিকদের উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ( ১৭ আগষ্ট ) বিকেলে জুড়ী চৌমুহনীতে জুড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক ভোরের কাগজ প্রতিনিধি সাইফুল ইসলাম সুমন এবং জুড়ী রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও ডেইলি অবজারভার প্রতিনিধি মনিরুল ইসলামের যৌথ সঞ্চালনায় মানববন্ধন সমাবেশে বক্তব্য রাখেন কমলগঞ্জ সাংবাদিক সমিতির সভাপতি ও দৈনিক ইত্তেফাক প্রতিনিধি নুরুল মোহাইমিন মিল্টন, বাংলাদেশ সাংবাদিক সমিতি বড়লেখা উপজেলা ইউনিটের সভাপতি ও  আমাদের সময় পত্রিকার প্রতিনিধি ইকবাল হোসেন স্বপন, সাধারণ সম্পাদক ও দৈনিক যুগান্তর প্রতিনিধি সিনিয়র সাংবাদিক আব্দুর রব, দৈনিক প্রথম প্রতিনিধি কল্যাণ প্রসূন চম্পু, কমলগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক কালেরকণ্ঠ প্রতিনিধি মুস্তাফিজুর রহমান, সহ সভাপতি ও দৈনিক আমাদের সময় কমলগঞ্জ প্রতিনিধি শাব্বির এলাহী, শ্রীমঙ্গল প্রেসক্লাবের  সিনিয়র সহ-সভাপতি ও দৈনিক দেশ বাংলার সিনিয়র রিপোর্টার ইসমাইল মাহমুদ, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও দৈনিক মানবজমিন প্রতিনিধি সাজিদুর রহমান সাজু, কমলগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও ইনকিলাব প্রতিনিধি এম এ ওয়াহিদ রুলু, কমলগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শাহিন আহমেদ, জুড়ী প্রেসক্লাবের সহ-সভাপতি ও দৈনিক সংগ্রাম প্রতিনিধি এম এম সামছুল ইসলাম, সহসভাপতি ও দৈনিক আমার দেশ প্রতিনিধি হারিস মোহাম্মদ, সিনিয়র সদস্য ও দি ডেইলি অবজারভার কমলগঞ্জ প্রতিনিধি সালাহ উদ্দিন শুভ, দৈনিক সকালের সময় কমলগঞ্জ প্রতিনিধি সাদিকুর রহমান সামু, দৈনিক দেশ রূপান্তর কমলগঞ্জ প্রতিনিধি রুহুল ইসলাম হৃদয়, মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের সদস্য রাকেল আনসারী, জুড়ী রিপোর্টার্স ইউনিটির সিনিয়র সহসভাপতি ও দৈনিক জৈন্তা বার্তা প্রতিনিধি প্রভাষক জহিরুল ইসলাম,  দৈনিক যায়যায়দিন জুড়ী প্রতিনিধি আব্দুর রহমান শাহীন, দৈনিক সিলেট মিরর জুড়ী প্রতিনিধি হাবিবুর রহমান খান, সমাজ চিত্রের সম্পাদক ও প্রকাশক আব্দুস সবুর, জেটিভি জুড়ী প্রতিনিধি মাহফুজুল ইসলাম, জুড়ীর সময়ের রিপোর্টার মুজাহিদুল ইসলাম, সিলেট বিডি নিউজ ২৪ লাইভের সহ বার্তা সম্পাদক আদনান চৌধুরী প্রমুখ।
সভায় বক্তারা বলেন, সাংবাদিক আব্দুল বাছিত খানকে পূর্ব পরিকল্পিত ভাবে একটি মহল পেশাদার খুনি ভাড়া করে প্রকাশ্যে দিবালোকে কমলগঞ্জ-মুন্সীবাজার সড়কের উবাহাটা এলাকায় মোটরসাইকেলের গতিরোধ করে সন্ত্রাসীরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। অবিলম্বে মূল পরিকল্পনাকারীসহ হামলাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।
হারিস মোহাম্মদ

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews