বড়লেখায় প্রবাসী হেল্প সোসাইটির আত্মপ্রকাশ বড়লেখায় প্রবাসী হেল্প সোসাইটির আত্মপ্রকাশ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ২৭ জুলাই ২০২৪, ০৬:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখার দক্ষিণভাগ ইউপি নির্বাচন স্থগিত ফেইসবুক চালু নিয়ে অনিশ্চয়তা! কুলাউড়ায় বিশেষ সতর্কতা জারি : অস্থায়ী সেনাক্যাম্প স্থাপন কুলাউড়ার জয়চন্ডীতে রাজু ফাউন্ডেশনের ত্রাণ উপহার বালাগঞ্জের বোয়ালজুর ইউপির উপ-নির্বাচন : চেয়ারম্যান প্রার্থীর উপর হামলার অভিযোগ হাকালুকি হাওর তীরের ৩ উপজেলার জনপ্রতিনিধিদের নিয়ে কুলাউড়ায় মতবিনিময় কমলগঞ্জে ওমান প্রবাসীর বাড়ির সীমানা প্রাচীর নির্মাণে বাঁধা নতুন ঘোষণা কোটা আন্দোলনকারীর, কাল সারাদেশ শাটডাউন রাজারহাটে ধর্মীয় নেতৃবৃন্দের দক্ষতা বৃদ্ধি বিষয়ক ৩ দিন ব্যাপী ওরিয়েন্টশন সভা কবি সঞ্জয় দেবনাথ ও মাহফুজ রিপনকে ভারতের কুমারঘাটে সম্মাননা প্রদান .

বড়লেখায় প্রবাসী হেল্প সোসাইটির আত্মপ্রকাশ

  • রবিবার, ৪ সেপ্টেম্বর, ২০২২

বড়লেখা প্রতিনিধি :

বড়লেখায় প্রবাসী হেল্প সোসাইটি নামে একটি সামাজিক সংগঠন আত্মপ্রকাশ করেছে। বহির্বিশ্বে অবস্থানরত বড়লেখা প্রবাসীদের দেশে থাকা পরিবার পরিজনের সুরক্ষা, আইনগত সহায়তা, অন্যায়-অত্যাচার ও প্রতারণার শিকার হলে তাৎক্ষণিক সহযোগিতার জন্য প্রবাসী হেল্প সোসাইটি গঠিত হয়েছে। শুক্রবার রাতে বড়লেখা পৌরশহরের একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত মতবিনিময় সভায় কমিটি গঠনের ঘোষণা দেয়া হয়। উক্ত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ।

বড়লেখা সরকারি কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক নিয়াজ উদ্দিনের সভাপতিত্বে ও আক্তার হোসেনের সঞ্চালনায় বড়লেখা প্রবাসী হেল্প সোসাইটি ঘোষণার সভায় বিশেষ অতিথি ছিলেন বড়লেখা উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ তাজ উদ্দিন, মৌলভীবাজার জেলা পরিষদের সাবেক সদস্য আবু আহমদ হামিদুর রহমান শিপলু, ব্যবসায়ী সাইদুল ইসলাম, সাবেক পৌর কাউন্সিলর শামীম আহমদ, আব্দুল মালিক ঝুনু, সমাজসেবক শামসুল ইসলাম পুতুল, বড়লেখা প্রবাসী হেল্প সোসাইটি’র সদস্য রহিম উদ্দিন, মাছুম আহমদ, মুছলেখ উদ্দিন ঝুনু, সোহেল আহমদ, শফিক উদ্দিন, ব্যবসায়ী মুহিব রহমান, সমাজসেবক মীর মুজিবুর রহমান, বড়লেখা মহিলা সমিতির সভাপতি রোকসানা বেগম, ব্যবসায়ী সাব্বির আহমদ, টিম ফর কোভিড ডেথ’র প্রতিষ্টাতা সভাপতি শাহাব উদ্দিন, নিরাপদ সড়ক চাই বড়লেখা শাখার সভাপতি তাহমিদ ইশাদ রিপন, যুবশক্তি সমাজকল্যাণ পরিষদের সহ-সভাপতি সাদিকুর রহমান সাহেদ, সাধারণ সম্পাদক জামিল আহমদ, সহ-সাংগঠনিক সম্পাদক মিনহাজ রিপন, সদস্য পারভেজ আহমদ প্রমুখ।

অনুষ্টানে স্বাগত বক্তব্য রাখেন যুবশক্তি সমাজকল্যাণ পরিষদের সভাপতি আমিনুল বাবলু, টিম ফর কোভিড ডেথ’র সহ-সাধারণ সম্পাদক জাহিদ হাসান জাবেদ, শামসুদ্দিন মানবকল্যাণ ফাউন্ডেশনের চেয়ারম্যান জাকারিয়া আহমদ।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ বলেন প্রবাসীরা রেমিটেন্স পাঠিয়ে দেশের অর্থনীতির চাকাকে সচল রাখেন। সিলেট অঞ্চল প্রবাসী অধ্যুষিত অঞ্চল। অনেক সময় দেখা যায় যে প্রবাসীরা বিভিন্ন হয়রানির শিকার হন জায়গা সংক্রান্ত বা বিভিন্ন কারণে। আপনাদের উদ্যোগকে স্বাগত জানাই। আপনাদের যে কোন সুযোগ সুবিধা ও দেশে থাকা বিভিন্ন সমস্যা সমাধান বা সালিশিগত যে কোন সহযোগিতায় সর্বদা প্রবাসীদের পাশে থাকবেন।

নবগঠিত বড়লেখা প্রবাসী হেল্প সোসাইটির সদস্য আব্দুর রহিম ও শাহাব উদ্দিন বলেন ‘আমাদের সোসাইটির কাজ হচ্ছে প্রবাসীদের সুখ-দুঃখে পাশে থেকে একযোগে কাছে থেকে কাজ করা। অনেক প্রবাসীর প্রবাসে থাকেন কিংবা দেশে এসে বিভিন্ন হয়রানীর শিকার যেন না হন এ উদ্দেশ্যকে সামনে রেখে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews