কমলগঞ্জে ২ কলেজে বার্ষিক মিলাদ মাহফিল অনুষ্ঠিত কমলগঞ্জে ২ কলেজে বার্ষিক মিলাদ মাহফিল অনুষ্ঠিত – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ১৮ মে ২০২৪, ০৮:৫৩ অপরাহ্ন

কমলগঞ্জে ২ কলেজে বার্ষিক মিলাদ মাহফিল অনুষ্ঠিত

  • বুধবার, ২৬ অক্টোবর, ২০২২

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:: মৌলভীবাজারের কমলগঞ্জে আব্দুল গফুর চৌধুরী মহিলা কলেজ ও কমলগঞ্জ সরকারি গণ মহাবিদ্যালয়ে বার্ষিক মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ অক্টোবর) সকাল ১১টায় প্রথমে আব্দুল গফুর চৌধুরী মহিলা কলেজ মিলনায়তনে ও বেলা ১২টায় কমলগঞ্জ সরকারি গণ মহাবিদ্যালয় মিলনায়তনে মিলাদ মাহফিল আয়োজন করা হয়েছে।

আব্দুল গফুর চৌধুরী মহিলা কলেজের অধ্যক্ষ মো.হেলাল উদ্দিনের সভাপতিত্বে, এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো.রফিকুর রহমান। সম্মানীয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আব্দুল গফুর চৌধুরী মহিলা কলেজের গভার্ণিংবডির সভাপতি ইমতিয়াজ আহমেদ বুলবুল।

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম, কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত উদ্দিন,কমলগঞ্জ থানার ভঅরপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় চক্রবর্তী, শিক্ষক মো. হাবিবুর রহমান, মোশাহীদ আলী, মাওলানা, মুফতি মোঃ আব্দুল করিম মাওলানা এনাম উদ্দিন, সাংবাদিক মো. সালাহ্ উদ্দিন শুভ প্রমূখ।

বেলা ১২টায় কমলগঞ্জ সরকারি মহাবিদ্যালয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল মৌলভীবাজার-৪ আসনের সাংসদ উপাধ্যক্ষ ড. এম এ শহীদ। শারীরিক অসুস্থ্যতার কারণে তিনি উপস্থিত না থাকলেও তিনি মুঠোফোনে বক্তব্য প্রদান করেন। কলেজ অধ্যক্ষ কামরুজ্জামান মিয়ার সভাপতিত্বে মিলাদ মাহফিলে সম্মানীয় অতিথি হিসেবে উপস্থিত ছিরেনে উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক মো. রফিকুর রহমান।

এছাড়া উপস্থিত ছিলেন, মিলাদ কমিটির সভাপতি প্রভাষক রাবেয়া খাতুন শিক্ষক মো. মোশাহিদ আলী, মাঃ জুনায়েদ আহমেদ, মোঃ আবু সুফিয়ান সুফি, প্রভাষক সুভাষ সিংহ, প্রভাষক গৌতম কর, মিসেস সেলিম চৌধুরী প্রমূখ। অনুষ্ঠানে কেরাত, হামদ-নাত, গজল ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

প্রতিযোগীয় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। মাওলানা মোঃ এনাম উদ্দিনের পরিচালনায় সবশেষে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।#

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews