কুলাউড়ায় ডিজিটাল মেলা আয়োজন নিয়ে ইউএনও’র প্রেস ব্রিফিং কুলাউড়ায় ডিজিটাল মেলা আয়োজন নিয়ে ইউএনও’র প্রেস ব্রিফিং – এইবেলা
  1. admin@eibela.net : admin :
রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৫৮ পূর্বাহ্ন

কুলাউড়ায় ডিজিটাল মেলা আয়োজন নিয়ে ইউএনও’র প্রেস ব্রিফিং

  • মঙ্গলবার, ৮ নভেম্বর, ২০২২

এইবেলা, কুলাউড়া :: সরকারের ডিজিটাল উদ্ভাবনী কার্যক্রম সমূহ তৃণমূল পর্যায়ে তুলে ধরার জন্য মৌলভীবাজারের কুলাউড়ায় বুধবার ০৯ নভেম্বর দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে মঙ্গলবার ০৮ নভেম্বর দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে প্রেস ব্রিফিং করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহমুদুর রহমান খোন্দকার।

প্রেস ব্রিফিংয়ে ইউএনও জানান, বঙ্গবন্ধু উদ্যানে অনুষ্ঠেয় উদ্ভাবনী মেলায় বিভিন্ন বিষয়ে ৪টি প্যাভিলিয়নে ১২টি স্টল থাকবে। মেলায় থাকছে শিক্ষার্থীদের অংশগ্রহণে অনলাইন কুইজ প্রতিযোগিতার নিবন্ধন। দিনব্যাপী মেলা শেষে বিভিন্ন প্রতিযোগিদের মধ্য হতে তিন ক্যাটাগরিতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় হিসেবে মূল্যায়ন করা হবে বলেও জানান ইউএনও।

প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মিঠুন সরকার, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আবু মাসুদ, প্রেসক্লাব কুলাউড়ার সভাপতি  আজিজুল ইসলাম, প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি ময়নুল হক পবন, দৈনিক জালালাবাদ প্রতিনিধি এম শাকিল রশীদ চৌধুরী, দৈনিক আমাদের সময় প্রতিনিধি খালেদ পারভেজ বখস, সময়ের আলো প্রতিনিধি সাইদুল হাসান সিপন, দেশ রূপান্তর প্রতিনিধি অনি চৌধুরী প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews