ফুলবাড়ীর নাওডাঙ্গায় প্রধানমন্ত্রীর ঈদ উপহার ভিজিএফ’র চাল বিতরণ সম্পন্ন ফুলবাড়ীর নাওডাঙ্গায় প্রধানমন্ত্রীর ঈদ উপহার ভিজিএফ’র চাল বিতরণ সম্পন্ন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০৮:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্থ ২০৭ পরিবারে প্রবাসি সংগঠনের ঢেউটিন বিতরণ কমলগঞ্জের মিরতিংগা চা বাগানে অবস্থান কর্মসূচি ও প্রতিবাদ কমলগঞ্জে কালবৈশাখী তাণ্ডবে শতাধিক বাড়িঘর বিধ্বস্ত; খোলা আকাশের নিচে অনেক পরিবার কুলাউড়ায় চা বাগান কেন্দ্রিক প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা কমলগঞ্জে মায়ের উপর অভিমান করে গলায় শাড়ি দিয়ে শিশুর আত্মহত্যা কমলগঞ্জে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক ব্যক্তির মৃত্যু বড়লেখায় জাতীয় সামাজিক সংগঠন নিসচা’র মানববন্ধন আত্রাইয়ে উপজেলা পরিদর্শণ করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার কুলাউড়ায় প্রান্তিক এলাকায় নারীদের উচ্চ শিক্ষা বিষয়ক সেমিনার- কুলাউড়ার রাউৎগাঁও ইউনিয়ন ওয়াটসান কমিটির ওয়াশ বিষয়ক ওরিয়েন্টেশন

ফুলবাড়ীর নাওডাঙ্গায় প্রধানমন্ত্রীর ঈদ উপহার ভিজিএফ’র চাল বিতরণ সম্পন্ন

  • বৃহস্পতিবার, ২২ জুন, ২০২৩

রনবীর রায় রাজ, ফুলবাড়ী, (কুড়িগ্রাম) সংবাদদাতা ::  পবিত্র ঈদ উল-আজহা উপলক্ষে প্রধানমন্ত্রীর ঈদ উপহার ভিজিএফ কর্মসূচির আওতায় চাল বিতরণ গত ২১ জুন বুধবার,শুরু হয় এবং আজ ২২ জুন দ্বিতীয় দিন বৃহস্পতিবার বিকালে সুষ্ঠুভাবে তা সম্পন্ন হয়েছে।
উল্লেখ্য যে, নাওডাঙ্গা ইউনিয়নের ১,২,৩,৪,৫ নম্বর ওয়ার্ড প্রথম দিন এবং পর্যায়ক্রমে বাকী ৬,৭,৮,৯ নম্বর ওয়ার্ডে আজ এসব চাল বিতরণ করেন ইউপি চেয়ারম্যান ও সদস্য- সদস্যাগণ।
উপহারের এসব চাল পেয়ে খুশি উপকারভোগীরা। কয়েকজনের সাথে কথা হলে পশ্চিম ফুলমতি ৪ নম্বর ওয়ার্ডের বৃদ্ধা জরিনা বেগম বলেন, “সামনে ঈদ ১০ কেজি চাউল পাইলাম খুব ভালো হইল, এই সরকার জান আবার ক্ষমতায় আইসে, আমাগোর গরিবের চেয়ারম্যান হাছেন ভাইকে ধন্যবাদ।”
অপরদিকে ৫ নাম্বার ওয়ার্ডের জাহাঙ্গীর বলেন, “আমি গরিব মানুষ ঈদের আগে ১০ কেজি চাউল পাইয়া উপকার হইল কিন্তু বৃষ্টির কারণে কিছুটা ভোগান্তি হইছে আমার।”
দুপুরে নাওডাঙ্গা ইউনিয়ন পরিষদে চাল বিতরণ কার্যক্রম পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার সুমন দাস। এ সময় উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভুমি) মোছা. মলিহা খানম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সবুজ কুমার গুপ্ত, ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ ফজলুর রহমান ও ট্যাগ অফিসার হৃদয় কৃষ্ণ রায় ও নাওডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: হাছেন আলী প্রমূখ।
নাওডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাছেন আলী জানান, গত দুই দিনে শান্তিপূর্ণভাবে প্রধানমন্ত্রীর দেয়া ঈদ উপহার হিসাবে ১০ কেজি চাল ৫ হাজার গরীব দুস্থদের মাঝে বিতরণ সম্পূর্ণ করা হয়েছে।#

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews