জুড়ীতে জাল ভোট দেওয়ার অভিযোগে নৌকার ২ কর্মী আটক জুড়ীতে জাল ভোট দেওয়ার অভিযোগে নৌকার ২ কর্মী আটক – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০৮:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
কমলগঞ্জের মিরতিংগা চা বাগানে অবস্থান কর্মসূচি ও প্রতিবাদ কমলগঞ্জে কালবৈশাখী তাণ্ডবে শতাধিক বাড়িঘর বিধ্বস্ত; খোলা আকাশের নিচে অনেক পরিবার কুলাউড়ায় চা বাগান কেন্দ্রিক প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা কমলগঞ্জে মায়ের উপর অভিমান করে গলায় শাড়ি দিয়ে শিশুর আত্মহত্যা কমলগঞ্জে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক ব্যক্তির মৃত্যু বড়লেখায় জাতীয় সামাজিক সংগঠন নিসচা’র মানববন্ধন আত্রাইয়ে উপজেলা পরিদর্শণ করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার কুলাউড়ায় প্রান্তিক এলাকায় নারীদের উচ্চ শিক্ষা বিষয়ক সেমিনার- কুলাউড়ার রাউৎগাঁও ইউনিয়ন ওয়াটসান কমিটির ওয়াশ বিষয়ক ওরিয়েন্টেশন বার্সেলোনায় সীফুড এক্সপো গ্লোবালে বাংলাদেশের প্যাভিলিয়ন উদ্বোধন

জুড়ীতে জাল ভোট দেওয়ার অভিযোগে নৌকার ২ কর্মী আটক

  • রবিবার, ৭ জানুয়ারী, ২০২৪

জুড়ী প্রতিনিধি:

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনের বেলাগাও সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে জাল ভোট দিতে গিয়ে ২ যুবককে আটক করা হয়েছে।

রোববার (৭ জানুয়ারী) দুপুর ১ টার দিকে কেন্দ্রটিতে কয়েকজন যুবক জাল ভোট দিতে লাইনে দাঁড়ান। এদের সবার বয়স ১৫-১৭ হবে বলে সন্দেহজনক হলে কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা মো. মনিরুজ্জামান তাদেরকে জিজ্ঞাসা করলে ঠিকানা বলতে পারে নি। এ সময় আবেদ হোসেন (১৫) নামের একজনকে আটক করলে লাইনের অন্যান্যরা পালিয়ে যায়। সে বেলাগাও গ্রামের জামাল মিয়ার ছেলে। পরে অনুরুপ ভাবে ভোট দিতে আসলে কামাল মিয়া (১৬) নামের আরেকজনকে আটক করা হয়। সে একই গ্রামের খুরশিদ আলীর পুত্র। পরে তাদেরকে পুলিশে সোপর্দ করা হয়।

বেলাগাও সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা ও উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মনিরুজ্জামান বলেন, ‘জাল ভোট দেওয়ার চেষ্টাকালে আটক দুই যুবককে থানায় পাঠানো হয়েছে। অন্যান্য কয়েকজন জাল ভোট দিতে চেষ্টা করেছিল তাদেরকে প্রতিহত করা হয়েছে।

উল্লেখ্য, এই আসনের চার প্রার্থীর মধ্যে জাতীয় পার্টির প্রার্থী আহমেদ রিয়াজ ভোট বর্জন করেছেন। তৃনমূল বিএনপির প্রার্থী আনোয়ার হোসেন আগেই জাতীয় পার্টির প্রার্থীকে সমর্থন দিয়েছিলেন। নৌকা মনোনীত প্রার্থী পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী শাহাব উদ্দিন এমপির সাথে নামেমাত্র প্রতিদ্ব›দ্বীতায় রয়েছেন স্বতন্ত্র প্রার্থী ময়নুল ইসলাম।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews