জুড়ীতে শিশুমৃত্যুর অভিযোগে হাসপাতালে হামলা : ডাক্তারসহ আহত ৩ জুড়ীতে শিশুমৃত্যুর অভিযোগে হাসপাতালে হামলা : ডাক্তারসহ আহত ৩ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ০৩:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
কুলাউড়ায় একাধিক মামলার পলাতক আসামী শাওন পুলিশের ধরাছোঁয়ার বাইরে বড়লেখায় শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্থ ২০৭ পরিবারে প্রবাসি সংগঠনের ঢেউটিন বিতরণ কমলগঞ্জের মিরতিংগা চা বাগানে অবস্থান কর্মসূচি ও প্রতিবাদ কমলগঞ্জে কালবৈশাখী তাণ্ডবে শতাধিক বাড়িঘর বিধ্বস্ত; খোলা আকাশের নিচে অনেক পরিবার কুলাউড়ায় চা বাগান কেন্দ্রিক প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা কমলগঞ্জে মায়ের উপর অভিমান করে গলায় শাড়ি দিয়ে শিশুর আত্মহত্যা কমলগঞ্জে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক ব্যক্তির মৃত্যু বড়লেখায় জাতীয় সামাজিক সংগঠন নিসচা’র মানববন্ধন আত্রাইয়ে উপজেলা পরিদর্শণ করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার কুলাউড়ায় প্রান্তিক এলাকায় নারীদের উচ্চ শিক্ষা বিষয়ক সেমিনার-

জুড়ীতে শিশুমৃত্যুর অভিযোগে হাসপাতালে হামলা : ডাক্তারসহ আহত ৩

  • মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৪

জুড়ী প্রতিনিধি ::  জুড়ীতে শিশু মৃত্যুর জন্য ডাক্তারকে দায়ী করে হাসপাতালে এসে ডাক্তারের ওপর হামলা করেছে শিশুর আত্মীয় স্বজনেরা।

জানা যায়, উপজেলার ফুলতলা রোডে কিছুদিন পূর্বে যাত্রা শুরু করা এক্সপার্ট হাসপাতালে গত ১৬ ফেব্রুয়ারি জাঙ্গিরাই গ্রামের রাজিব হোসেনের গর্ভবতী স্ত্রীকে ভর্তি করার পর অপারেশনের মাধ্যমে একটি পুত্র সন্তানের জন্ম হয়। চারদিন চিকিৎসাধীন থাকার পর গত ২০ ফেব্রুয়ারি নবজাতক শিশুসহ মাকে হাসপাতাল থেকে বাড়িতে নিয়ে যাওয়ার পর শিশু পুনরায় অসুস্থ হয়ে পড়লে পরিবারের লোকজন অন্যত্র চিকিৎসকের শরণাপন্ন হন। সেখানের চিকিৎসকের পরামর্শ অনুযায়ী শিশুকে ঢাকায় একটি হাসপাতালে ভর্তি করার পর রোববার সেখানে শিশুটি মারা যায়।

এ নিয়ে শিশুর পরিবার এক্সপার্ট হাসপাতালের চেয়ারম্যান ও বাচ্চার চিকিৎসক খালেদ সাইফুল্লাহকে দায়ী করে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেন। সোমবার বিকাল ৫টার দিকে শিশুকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। পরে রাত ৭টার দিকে শিশুর আত্মীয় স্বজনরা হাসপাতালে এসে চিকিৎসককে মারধর করেন।

এ সময় চিকিৎসককে উদ্ধার করতে গিয়ে হাসপাতালের পরিচালক বদরুল ইসলাম ও ম্যানেজার রফিকুল ইসলাম আহত হন।

শিশুর চাচা ইমন বলেন, বাচ্চা উসমানের জন্মের পর থেকে অনবরত ক্রন্দন করত, আমরা ডাক্তারকে জানালে তিনি চিকিৎসা না করে উত্তর দেন, বাচ্চাটি গল্প করছে। যখন থেকেই বাচ্চার অক্সিজেন স্বল্পতা ছিল। এ কথা চিকিৎসক খালেদ সাইফুল্লাহ আমাদেরকে বলেননি। বাড়িতে নিয়ে যাওয়ার পর তার সমস্যা বেশি হওয়ার কারণে অন্য চিকিৎসক এ কথা আমাদের বললে আমরা ঢাকায় নেওয়ার পর সে মারা যায়। এ জন্য আমরা ডাক্তারকে দায়ী করলে হাসপাতালের অপর পরিচালকরা এসে বিষয়টি আমাদের কাছে ক্ষমা চেয়ে সমাধান করে নেন। কিন্তু চিকিৎসক আমাদের এক আত্মীয়কে বিদেশে ফোন দিয়ে হুমকি দিয়েছেন।

হাসপাতালের ভাইস চেয়ারম্যান সাখাওয়াত হোসেন বলেন, শিশুর মৃত্যুর ঘটনাটি পরিবারের সাথে আলোচনা সাপেক্ষে সমাধান হয়েছে, তারপরও তারা জানাজা শেষ করে এসে হাসপাতালে ডাক্তারের ওপর হামলা করেছে।#

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews