বড়লেখায় সাবেক প্রতিমন্ত্রী এবাদ চৌধুরীসহ ৫ বিএনপি নেতার স্মরণসভা বড়লেখায় সাবেক প্রতিমন্ত্রী এবাদ চৌধুরীসহ ৫ বিএনপি নেতার স্মরণসভা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০৫:১২ অপরাহ্ন
শিরোনাম :
কমলগঞ্জে কালবৈশাখী তাণ্ডবে শতাধিক বাড়িঘর বিধ্বস্ত; খোলা আকাশের নিচে অনেক পরিবার কুলাউড়ায় চা বাগান কেন্দ্রিক প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা কমলগঞ্জে মায়ের উপর অভিমান করে গলায় শাড়ি দিয়ে শিশুর আত্মহত্যা কমলগঞ্জে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক ব্যক্তির মৃত্যু বড়লেখায় জাতীয় সামাজিক সংগঠন নিসচা’র মানববন্ধন আত্রাইয়ে উপজেলা পরিদর্শণ করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার কুলাউড়ায় প্রান্তিক এলাকায় নারীদের উচ্চ শিক্ষা বিষয়ক সেমিনার- কুলাউড়ার রাউৎগাঁও ইউনিয়ন ওয়াটসান কমিটির ওয়াশ বিষয়ক ওরিয়েন্টেশন বার্সেলোনায় সীফুড এক্সপো গ্লোবালে বাংলাদেশের প্যাভিলিয়ন উদ্বোধন উপজেলা পরিষদ নির্বাচন : কুলাউড়ায় চেয়ারম্যান পদে আ’লীগের ৩ শীর্ষনেতা

বড়লেখায় সাবেক প্রতিমন্ত্রী এবাদ চৌধুরীসহ ৫ বিএনপি নেতার স্মরণসভা

  • শনিবার, ৯ মার্চ, ২০২৪

বড়লেখা প্রতিনিধি :

বড়লেখায় সাবেক দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ও সংসদ সদস্য অ্যাডভোকেট এবাদুর রহমান চৌধুরীসহ পাঁচ বিএনপি নেতার মৃত্যুতে শনিবার দুপুরে উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গসংগঠনের আয়োজনে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সদ্য প্রয়াত অপর বিএনপি নেতারা হলেন বড়লেখা পৌর বিএনপির সাবেক সভাপতি মালিকুর রহমান মায়ন, উপজেলা বিএনপির সহসভাপতি আব্দুল মুকিত লুলু, সাবেক সাংগঠনিক সম্পাদক ডা. আইনুল ইসলাম, বর্নি ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বদরুল ইসলাম।

নিহত বিএনপি নেতাদের মাগফেরাত কামনায় এবং বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ দোয়া মাহফিল ও মোনাজাত পরিচালনা করেন উপজেলা বিএনপির ধর্মবিষয়ক সম্পাদক হাফেজ মাওলানা খলিলুর রহমান সাহীন।

উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হাফিজের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুজিবুর রহমান খছরুর সঞ্চালনায় স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত স্মরণসভায় প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি ও মৌলভীবাজারের সাবেক পৌরমেয়র অ্যাডভোকেট ফয়জুল করিম ময়ুন।

বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা বিএনপির সহসভাপতি নাসির উদ্দিন আহমেদ মিঠু, জেলা বিএনপির সদস্য ও বড়লেখা পৌর বিএনপির সাবেক সভাপতি আনোয়ারুল ইসলাম, উপজেলা বিএনপির সহসভাপতি ও নিজ বাহাদুরপরু ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান আলাল উদ্দিন, সহসভাপতি ও সুজানগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নছিব আলী, সহসভাপতি ও বড়লেখা সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জাহিদুল ইসলাম মামুন, সিনিয়র যুগ্ম সম্পাদক ও বর্নি ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদীন, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আব্দুস সহিদ খান, সাংগঠনিক সম্পাদক ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রাহেনা বেগম হাছনা, উপজেলা বিএনপির প্রচার সম্পাদক আব্দুল কুদ্দুছ স্বপন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক তাজ উদ্দিন, উপজেলা কৃষক দলের সভাপতি হাজী সেলিম উদ্দিন, উপজেলা যুবদলের সহসভাপতি ও সাবেক ইউপি সদস্য ইকবাল হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি রায়হান মোহাম্মদ মুজিব প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews