এইবেলা, কুলাউড়া ::
কুলাউড়া উপজেলার ৪ ইউনিয়ন পরিষদে বকেয়া বিদ্যুৎ বিলের কারণে সংযোগ বিচ্ছিন্ন করে বিদ্যুৎ বিভাগ। মঙ্গলবার ২২ জুন থেকে সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
কুলাউড়া বিদ্যুৎ অফিস সুত্রে জানা যায়, কুলাউড়া সদর ইউনিয়ন, কর্মধা ইউনিয়ন, কাদিপুর ইউনিয়ন ও ভুকশিমইল ইউনিয়নে বিদ্যুৎ বিভাগের বকেয়া বিল ১৫ লাখ ৭২ হাজার টাকা। এরমধ্যে কুলাউড়া সদর ও কর্মধা ইউনিয়নের সাড়ে ৫ লাখ টাকা করে মোট ১১ লাখ টাকা এবং কাদিপুর ইউনিয়নে সাড়ে ৩ লাখ টাকা ও ভুকশিমইল ইউনিয়নে ১ লাখা ২২ হাজার টাকা বকেয়া। বকেয়া বিল পরিশোধের জন্য কুলাউড়া বিদ্যুৎ সরবরাহ কেন্দ্র থেকে নোটিশ করা হয়। কিন্তু নির্ধারিত সময় অতিবাহিত করার পর গত ২২ জুন মঙ্গলবার ৪টি ইউনিয়নে একযোগে সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
কর্মধা ইউনিয়নের চেয়ারম্যান এমএ রহমান আতিক জানান, আগের চেয়ারম্যান ১৮ বছরের বকেয়া বিদ্যুৎ বিল রেখে যান। তখন বকেয়া ছিলো আড়াই লাখ। আগের চেয়ারম্যান বকেয়া পরিশোধ না করায় তিনি আর কোন বিল পরিশোধ করেননি। তবে ৪ লাখ ৪২ হাজার টাকা বকেয়া পরিশোধ করার শর্তে তিনি সংযোগটি চালু রেখেছেন বলে জানান।
কাদিপুর ইউনিয়নের চেয়ারম্যান এমএ ছালাম জানান, আগের চেয়ারম্যানসাড়ে ৪ লাখ টাকা বকেয়ো বিল রেখে যান। তিনি নির্বাচিত হওয়ার পর বিল পরিশোধ করে কমিয়ে আনেন। বকেয়া পরিশোধের নোটিশ তিনি পেয়েছেন বলে জানান।
কুলাউড়া বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী ওসমান গনি জানান, ৪ ইউনিয়নের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার বিষয়টি নিশ্চিত করেন। এছাড়াও যেসব প্রতিষ্ঠানে বকেয়া বিল রয়েছে সেগুলোতেও সংযোগ বিচ্ছিন্নকরণ অভিযান চলবে।#
caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121
Leave a Reply