এইবেলা, কুলাউড়া ::
কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়ন থেকে ২৩ জুলাই শুক্রবার রাতে আটক ১৯ ব্যক্তিকে ২৪ জুলাই শনিবার ১৫১ ধারায় গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করেছে থানা পুলিশ। গ্রেফতারকৃতদের বাড়ি কমলগঞ্জ উপজেলার কালেজ্ঞা এলাকায়।
স্থানীয় লোকজন ও পুলিশ সুত্রে জানা যায়, উপজেলার হাজিপুর ইউনিয়নে ভুঁইগাঁও গ্রামে মবশি^র আলী করোনা আক্রান্ত ছিলেন। শুক্রবার মৌলভীবাজার সদর হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়িতে ফিরে আসেন। হাসপাতালে চিকিৎসাকালে তার আত্মীয়স্বজন যারা সার্বক্ষণিক খোঁজ নিতেন তাদেরকে সাথে নিয়ে মবশ্বির আলী বাড়িতে ফিরে আসেন।
মবশ্বির আলী জানান, রাতে হঠাৎ করে স্থানীয় সাবেক মেম্বার বুলবুলসহ পুলিশ আমার বাড়ি ঘেরাও করে। এসময় বাড়িতে অবস্থানরত আত্মীয় ১৯ জনকে আটক করে কুলাউড়া থানায় নিয়ে যায়। এরপর রাতে সাবেক মেম্বার বুলবুল ও তার লোকজন মবশ্বির আলীর ৭শ ফুট কাঠাল কাঠ লুট করে নিয়ে যাওয়ার অভিযোগ করেন।
আটককৃতরা হলেন দেলোয়ার হোসেন (৩০), মাসুদ মিয়া (৩৫), কামাল হোসেন (৪০), সোলেমান হোসেন (৪৫), মাসুক মিয়া (৪০), আব্দুর রহিম (৩৩), শাহ আলম (৩৫), পারভেজ মিয়া (৩৩), ছাব্বির মিয়া (২৮), শামীম খান (২২), জামাল মিয়া (২৫), বাবুল মিয়া (৩৮), আনোয়ার হোসেন (৩৫), আবুল হোসেন (২৬), এরশাদ আলম রাজা (৩৮), শাহজাহান (৪০), আমিনুল ইসলাম বুলবুল (৩৮), মারুফ (৩৮), নান্টু মিয়া (৪৩) প্রমুখ।
সাবেক মেম্বার বুলবুল ও সৈয়দ রুম্মান আহমদ জানান, মবশ্বির আলীর সাথে এলাকার মানুষের কবরস্থান নিয়ে বিরোধ রয়েছে। শুক্রবার রাতে সন্ত্রাসী নিয়ে মহড়া নিয়ে বাড়িতে আসেন। রাতে ভাড়াটিয়া লোকেরা গালাগালি সাবেক মেম্বারের ভাগনা সৈয়দ রোম্মান আহমদের বাড়িতে হামলা চালায়। বিষয়টি সাবেক মেম্বার বুলবুল কুলাউড়া থানা পুলিশকে অবহিত করেন এবং পুলিশ নিয়ে মবশ্বির আলীর বাড়ি ঘেরাও করেন এবং ১৯ জনকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।
কুলাউড়া থানার অফিসার ইনচার্জ বিনয় ভুষণ রায় জানান, আটককৃতদের বিরুদ্ধে কোন সুস্পষ্ট অভিযোগ না থাকায় তাদের শনিবার ২৪ জুলাই সকালে ১৫১ ধারায় আটক দেখিয়ে মৌলভীবাজার আদালতে সোপর্দ করা হয়।#
Leave a Reply