এইবেলা, কুলাউড়া ::
কুলাউড়া ডিগ্রী কলেজের প্রাক্তন অধ্যক্ষ মরহুম মেজর আব্দুল গণি স্মরণে ব্রাহ্মনবাজার সুশীল সমাজের আয়োজনে এক স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়েছে। ১৭ আগষ্ট মঙ্গলবার বিকেলে প্রয়াত গণি স্যারের নিবাস মির্জাপুর গ্রামে আয়োজিত স্মরণসভায় স্যারের শিক্ষার্থী, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানগণসহ সুশীল সমাজের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত থেকে স্যারের কর্মময় জীবনের উপর আলোচনা করেন।
ব্রাহ্মনবাজারের বিশিষ্ট ব্যবসায়ী প্রবীণ মুরব্বি হাজী ফজলুল হক দেওয়ানের সভাপতিত্বে ও ইউসুফ তৈয়বুন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসুদ হোসেনের সঞ্চালনায় অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুলাউড়া সরকারী কলেজের অধ্যক্ষ সৌম্য প্রদীপ ভটাচার্য্য সজল।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইয়াকুব তাজুল মহিলা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এমদাদুল ইসলাম ভুট্টো, কুলাউড়া সরকারি কলেজের উপাধ্যক্ষ আব্দুল হান্নান, অধ্যাপক এ কে এম শাহজালাল, ব্রাহ্মনবাজার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নূরুল ইসলাম খান বাচ্চু, সাবেক চেয়ারম্যান রফিক আহমেদ, মহতোছিন আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফয়জুর রহমান ছুরুক, এম এ গনী আর্দশ কলেজের প্রভাষক এন এম আলম।
স্মরণসভায় আরোও বক্তব্য রাখেন ডা. দেবেন্দ্র চন্দ্র, গোবিন্দপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন, প্রাক্তন ছাত্র নির্মলেন্দু ভটাচার্য্য পান্না, সারোয়ার আলম বেলাল ও বদরুল হোসেন খান, ব্যবসায়ী আব্দুর রহিম, চুনঘর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়নাল আবেদিন, প্রাক্তন ছাত্র সাইফুর রহমান শাহীন, গণি স্যারের ছেলে শিপলু আহমদ।
আরো উপস্থিত ছিলেন দৈনিক মানবজমিনের কুলাউড়া প্রতিনিধি আলাউদ্দিন কবির, মানবকন্ঠের কুলাউড়া প্রতিনিধি জসীম চৌধুরী, প্রিয় কুলাউড়ার সম্পাদক ও কুলাউড়া সরকারি কলেজের প্রাক্তন ছাত্র এ কে এম জাবের প্রমুখ।
স্মরণসভা শেষে মরহুম মেজর আব্দুল গণি স্যারের রুহের মাগফেরাত কামনায় দোয়া পরিচালনা করেন হিঙ্গাজিয়া সিনিয়র মাদ্রাসার প্রিন্সিপাল আব্দুল মুন্তাকিম।
উল্লেখ্য অধ্যক্ষ মেজর আব্দুল গণি ৭০ বছর বয়সে গত ২৭ ফেব্রুয়ারি আমেরিকার নিউইয়র্কে মারা যান। সেখানেই তাকে সমাহিত করা হয়।#
Leave a Reply