এইবেলা, কুলাউড়া ::
কুলাউড়ার সাংবাদিকতা অঙ্গনের প্রিয় মুখ দ্যা বাংলাদেশ টুডে’র প্রতিনিধি অকাল প্রয়াত শাকির আহমদ স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
প্রেসক্লাব কুলাউড়ার আয়োজনে ৯ সেপ্টেম্বর সন্ধ্যায় কুলাউড়ার একটি রেস্টুরেন্টের হলরুমে অনুষ্ঠিত শোকসভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাব কুলাউড়ার সভাপতি আজিজুল ইসলাম।
সাধারণ সম্পাদক চৌধুরী আবু সাঈদ ফুয়াদের সঞ্চালনায় স্মৃতিচারণমূলক আলোচনায় অংশ নেন প্রেসক্লাব কুলাউড়ার প্রতিষ্ঠাতা সভাপতি স্বপন কুমার দেব, প্রেসক্লাব কুলাউড়ার সিনিয়র সহ-সভাপতি ময়নুল হক পবন, কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক সাংবাদিক আতিকুর রহমান আখই, প্রেসক্লাব কুলাউড়ার নির্বাহী সদস্য মোক্তাদির হোসেন, সহ-সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আলাউদ্দিন কবির, সহ-সাংগঠনিক সম্পাদক জসিম চৌধুরী, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শহীদুল ইসলাম তনয়, সাংবাদিক সমিতি কুলাউড়া ইউনিটের সাধারণ সম্পাদক সাইদুল হাসান সিপন, প্রেসক্লাব কুলাউড়ার সদস্য আব্দুল আহাদ, একেএম জাবের, নাজমুল বারী সুহেল। পরিবারের পক্ষ থেকে বক্তব্য রাখেন সাংবাদিক এনামুল আলম।

এছাড়াও উপস্থিত ছিলেন প্রেসক্লাব কুলাউড়ার সদস্য মিন্টু দেশোয়ারা, জিয়াউল হক, সাংবাদিক এম এ কাইয়ূম, ঠিকানা ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি রাফিদ শাহীন, অনুলিপি কুলাউড়ার প্রতিষ্ঠাতা আশিকুল ইসলাম বাবু, এডমিন আজহার মুনিম শাফিন, প্রয়াত শাকির আহমদের ছোটভাই আবির আহমদ অঙ্গনসহ অনেকে।
বক্তারা শাকির আহমদের কর্মময় জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। পরিশেষে তাঁর রুহের মাগফেরাত কামনায় দোয়ায় অংশগ্রহণ করেন।
উল্লেখ্য, প্রেসক্লাব কুলাউড়ার সদস্য শাকির আহমদ নিজস্ব প্রতিবেদক হিসেবে কাজ করেছেন সিলেটের অনলাইন পোর্টাল সিলেট ভিউ-এ। জাতীয় দৈনিক নয়াশতাব্দীর জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন।
caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121
Leave a Reply