এইবেলা, কুলাউড়া ::
কুলাউড়া উপজেলার সীমান্তবর্তী চাতলাপুর চা-বাগানের চা-শ্রমিকদের মধ্যে ২২ লাখ ২৫ হাজার টাকার এককালীন আর্থিক অনুদান বিতরন করা হয়েছে। কুলাউড়া উপজেলা প্রশাসন ও সমাজসেবা অধিদফতরের আয়োজনে বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে চা-বাগান মন্ডপঘরে অনুদানের চেক বিতরন করেন প্রধান অতিথি কুলাউড়া উপজেলা চেয়ারম্যান একেএম সফি আহমদ সলমান। প্রধান অতিথির বক্তব্যে সলমান বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দোগে মুজিববর্ষ উপলক্ষে চা-শ্রমিকদের জীবন-মান উন্নয়নের লক্ষে গরীব-অসহায় চা-শ্রমিকদের মধ্যে আর্থিক অনুদান প্রদান করা হচ্ছে। তিনি চা-শ্রমিকদের সরকারের বিভিন্ন উন্নয়নমুলক কর্মকান্ডে অগ্রনী ভুমিকা পালনের আহ্বান জানান।
কুলাউড়া উপজেলা সহকারী কমিশনার (ভুমি) স্বজল মোল্লা’র সভাপতিত্বে অনুষ্টিত অনুষ্টানে স্বাগত বক্তব্য রাখেন কুলাউড়া উপজেলার নবাগত সমাজসেবা কর্মকর্তা সাখাওয়াত আহমেদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন শরীফপুর ইউপি চেয়ারম্যান মোঃ জোনাব আলী, চাতলাপুর চা-বাগানের সহকারী ম্যানেজার তারেকুর রহমান ও পঞ্চায়েত সভাপতি সাদন প্রমুখ।
সমাজসেবা কর্মকর্তা সাখাওয়াত আহমেদ জানান সমাজসেবা অধিদফতরের বাস্তবায়নে ২০২০-২০২১ অর্থ বছরের চা শ্রমিকদের জীবন মান উন্নয়ন কর্মসূচির আওতায় চাতলাপুর চা-বাগানের ৪ শত ৪৫ জন চা-শ্রমিকদের মধ্যে জনপ্রতি ৫ হাজার টাকা করে মোট ২২ লাখ ২৫ হাজার টাকার এককালীন আর্থিক অনুদানের চেক প্রদান করা হয়। তিনি আরও জানান উক্ত কর্মসুচীর আওতায় পর্যায়ক্রমে বিভিন্ন চা-বাগানের মোট ৩ হাজার চা শ্রমিক উপকার ভোগীদের মাঝে অনুদানের চেক বিতরন করা হবে।#
caller_get_posts
is deprecated. Use ignore_sticky_posts
instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6085caller_get_posts
is deprecated. Use ignore_sticky_posts
instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6085
Leave a Reply