এইবেলা, কুলাউড়া ::
কুলাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি অধ্যক্ষ একেএম সফি আহমদ সলমান উপজেলার বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শণ করেন ও সনাতন ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।
বুধবার (১৩ অক্টোবর) রাতে তিনি পৌর শহরের শিবির এলাকায় শিশু-কিশোর মন্ডপ, মাগুরার তালতলা, রেলওয়ে কালিবাড়ি, দক্ষিণবাজার কালীবাড়ি, মাগুরার চৈতালী সংঘ, হরিজন মন্ডপ, শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর আখড়া, উপজেলার কাদিপুর ইউনিয়নের শিববাড়ী, জয়চন্ডী ইউনিয়নের দিলদারপুর, ক্লিভডন, বিজয়া, মেরিনা, বৈঠাং জালাই মন্ডপ, কুলাউড়া সদরের গাজীপুর চা-বাগান মন্ডপ, কর্মধা ইউনিয়নের কালিটি, রাঙ্গিছড়া চা-বাগানের পূজামন্ডপসহ প্রায় ৩০টি পূজা মন্ডপ পরিদর্শন করেন।
এসময় তিনি মন্ডপগুলোতে ব্যক্তিগত পক্ষ থেকে আর্থিক সহযোগিতা প্রদান করেন। পরিদর্শনকালে তিনি বিভিন্ন মন্দিরের সংস্কারবিহীন সমস্যাগুলোর ব্যাপারে খেয়াল করেন এবং সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। সরকারের পক্ষ থেকে দেশের প্রতিটি মন্ডপে অনুদান প্রদানসহ মন্ডপের নিরাপত্তা নিশ্চিতের সব রকম প্রচেষ্টা অব্যাহত রয়েছে এবং আগামীতে থাকবে বলে জানান তিনি।#
caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121
Leave a Reply