এইবেলা কুলাউড়া :: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে বিগত ২৫ বছর থেকে নির্বাচনে অংশ নেয়া আতাউর রহমান আপ্তাব এবার নির্বাচিত।
তিনি নির্বাচনে টিবওয়েল মার্কা নিয়ে মেম্বার পদে ৮০৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্ব›দ্ধী প্রার্থী আব্দুল কাদির কাজল সিলিং ফ্যান মার্কায় ৭৮০ ভোট পেয়েছেন।
তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বিজয়ী আতাউর রহমান আপ্তাব বলেন, আমি ব্রাহ্মণবাজার ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের দীর্ঘ ২৫ বছর নির্বাচনে অংশ নিয়েছি। আমার ওয়ার্ডবাসী জনগন প্রতিবারই আমাকে বোট দিয়ে আসছেন। কিন্তু দুর্ভাগ্যবসত সামান্য ১/২ ভোটে বারবার পরাজিত হয়েছি। এবার আল্লাহ্ তা’লা আমার এবং আমার ওয়ার্ডবাসী ছোট বড় সকলের মনে আশা পূরণ করেছেন। এজন্য আল্লাহর শুকরিয়া আদায় করছি। আগামী দিনগুলোতে আমি ওয়ার্ডবাসী সকলের সহযোগীতা কামনা করি। আমার প্রতিদ্ব›দ্ধী প্রার্থীরা সবাই যোগ্য আমি উনাদেরও সাহায্য সহযোগিতা চাই সবসময়।
উল্লেখ্য, উপজেলার ১৩ টি ইউনিয়নে ১৩০ ভোট কেন্দ্রে ৩য় ধাপে ২৮ নভেম্বর রোববার ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে।
caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121
Leave a Reply