এইবেলা, কুলাউড়া ::
নয়া শতাব্দীর মৌলভীবাজার জেলার সাবেক প্রতিনিধি প্রয়াত সাংবাদিক শাকির আহমেদের পরিবারের কাছে ৫০ হাজার টাকার উপহারের চেক হস্তান্তর করা হয়েছে। বুধবার বেলা ৩ টার দিকে শাকিরের নিজ উপজেলা কুলাউড়া পৌরসভার কার্যালয়ে শাকিরের পরিবারের পক্ষে উপস্থিত হয়ে চেকটি গ্রহণ করেন তাঁর ছোট ভাই আবির আহমদ অঙ্গণ। কুলাউড়া পৌরসভার মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমেদ শাকিরের ছোট ভাইয়ের কাছে চেকটি তুলে দেন।
এসময় উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা পরিষদের সদস্য মাহবুবুর রহমান মান্না, কুলাউড়া প্রেসক্লাবের সভাপতি আজিজুল ইসলাম, সিলেট জেলা ও দায়রা জজ আদালতের আইনজীবী দেবব্রত চৌধুরী লিটন, কুলাউড়া সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক সাইদুল হাসান শিপন, দ্যা ডেইলি স্টারের সাংবাদিক মিন্টু দেশোয়ারা, কুলাউড়া সংলাপের সাহিত্য সম্পাদক মো. খালিক উদ্দিন। নয়া শতাব্দীর পক্ষে চেক হস্তান্তরের সময় উস্থিত ছিলেন সিলেট ব্যুরো প্রধান শাহ শরীফ উদ্দিন।
এর আগে চলতি বছরের ৬ আগস্ট হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান শাকির। পরে তাঁর পরিবারকে উপহার হিসেবে ৫০ হাজার টাকার চেক প্রদান করেন নয়া শতাব্দীর সম্পাদক নাঈম সালেহীন ও প্রকাশক ওয়ালিউর রহমান। গত ২ ডিসেম্বর ঢাকার নিকুঞ্জ-১-এ নয়া শতাব্দীর প্রধান কার্যালয় থেকে চেকটি শাকিরের পরিবারের পক্ষে গ্রহণ করেন শাহ শরীফ উদ্দিন। যা বুধবার শাকিরের পরিবারের কাছে হস্তান্তর করা হয়।#
Leave a Reply