১ ইউনিয়নের শপথ স্থগিত : কুলাউড়ায় চেয়ারম্যান, মেম্বারদের শপথ গ্রহণ ১ ইউনিয়নের শপথ স্থগিত : কুলাউড়ায় চেয়ারম্যান, মেম্বারদের শপথ গ্রহণ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ০১:৫২ পূর্বাহ্ন

১ ইউনিয়নের শপথ স্থগিত : কুলাউড়ায় চেয়ারম্যান, মেম্বারদের শপথ গ্রহণ

  • সোমবার, ১৭ জানুয়ারী, ২০২২
কুলাউড়া :: শপথ গ্রহণে অংশ নেয়া নব নির্বাচিত চেয়ারম্যানসহ অতিথিরা। ছবি :: এইবেলা

এইবেলা কুলাউড়া :: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় তৃতীয় ধাপে অনুষ্ঠিত ইউপি নির্বাচনে নব-নির্বাচিত ১২ ইউপি চেয়ারম্যান, ৩৬ সংরক্ষিত মহিলা ও ১০৮ সাধারণ সদস্য শপথ নিয়েছেন। হাইকোর্টে নিষেধাজ্ঞার কারনে কুলাউড়া সদর ইউনিয়নের চেয়ারম্যান ও ১২ সদস্য নির্বাচিতদের শপথ গ্রহন হয়নি।

(১৭ জানুয়ারী) সোমবার দুপুরে কুলাউড়ায় অবস্থিত জেলা পরিষদ অডিটোরিয়ামে চেয়ারম্যানদের শপথ বাক্য পাঠ করান মৌলভীবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক তানিয়া সুলতানা। পরে মহিলা সদস্য এবং সাধারণ সদস্য ১৪৪ জনকে শপথ বাক্য পাঠ করান উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম ফরহাদ চৌধুরী।

শপথ গ্রহণ শেষে আলোচনা সভায় বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মিছবাউর রহমান,কুলাউড়া উপজেলা চেয়ারম্যান একেএম শফি আহমদ সলমান,উপজেলা আ’লীগ সভাপতি রফিকুল ইসলাম রেনু, সাধারণ সম্পাদক আসম কামরুল ইসলাম,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা ফজলুল হক খাঁন সাহেদ,মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেহা ফেরদৌস চৌধুরী পপি,উপজেলা নির্বাচন কর্মকর্তা আহসান ইকবাল প্রমুখ।

উল্লেখ্য, কুলাউড়া সদর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী নার্গিস আক্তার বুবলী(বর্তমান চেয়ারম্যান) নির্বাচনে পরাজয়ের পর কারচুপির অভিযোগ এনে পুনরায় ভোট গ্রহণ ও সুষ্ট নির্বাচনের দাবীতে হাইকোটে একটি রিট পিটিশন নং-১২৪৩৩/২০২১ দায়ের করেন। এর প্রেক্ষিতে হাই কোট কুলাউড়া সদর ইউনিয়নের শপথ অনুষ্টান স্থগিত করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews