এইবেলা, কুলাউড়া ::
মৌলভীবাজারের কুলাউড়ায় দৈনিক স্বদেশ প্রতিদিন পত্রিকার ৯ম বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে। স্বদেশ প্রতিনিধি আশরাফুল ইসলাম জুয়েলের উদ্যোগে সোমবার (১৭ জানুয়ারি) দুপুরে অনলাইন গণমাধ্যম সংবাদমেইল কার্যালয়ে কেক কেটে পত্রিকাটির বর্ষপূর্তি উদযাপন করা হয়। বর্ষপূর্তি অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা প্রশংসা ও উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে বলেন, পত্রিকার সম্পাদকসহ দায়িত্বরত সকলের সম্মিলিত প্রয়াসে পত্রিকাটি খ্যাতি অর্জন করেছে। বিশেষ করে পত্রিকার ডেস্কের পাশাপাশি তৃণমূল পর্যায়ের সংবাদকর্মীদের প্রতিবেদনের মাধ্যমে অন্যতম শক্তিশালী গণমাধ্যম। বস্তুনিষ্ঠ ও অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের মাধ্যমে যেভাবে গণমানুষের প্রিয় গণমাধ্যম হয়ে কাজ করছে তা যেন আগামীতে আরো অব্যাহত থাকে। কেক কাটা অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেস ক্লাব কুলাউড়ার সভাপতি দৈনিক যুগান্তর প্রতিনিধি আজিজুল ইসলাম, বাংলাদেশ সাংবাদিক সমিতি কুলাউড়া উপজেলা ইউনিটের সভাপতি দৈনিক ইনকিলাব প্রতিনিধি নাজমুল ইসলাম। প্রেস ক্লাব কুলাউড়ার সাংগঠনিক সম্পাদক ও মানবজমিন প্রতিনিধি আলাউদ্দিন কবির। সাধারণ সম্পাদক সময়ের আলোর জেলা প্রতিনিধি সাইদুল হাসান শিপন, যুগ্ম সাধারণ সম্পাদক মানবকন্ঠ প্রতিনিধি জসিম চৌধুরী, সাপ্তাহিক কুলাউড়া সংলাপ পত্রিকার ক্রাইম রিপোর্টার এম এ কাইয়ুম, দৈনিক মাতৃভূমির খবরের ভাম্যমান প্রতিনিধি ডাঃ তোফায়েল আহমদ চৌধুরী, লাখোকন্ঠ মৌলভীবাজার জেলা প্রতিনিধি আবুল কালাম প্রমূখ।#
caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121
Leave a Reply